এই মুহূর্তে




১ কোটি সরকারি চাকরি, পাড়ায় পাড়ায় লাখপতি দিদি, ভোটের আগে ইস্তেহার প্রকাশে আরজেডিকে টেক্কা এনডিএ’র

নিজস্ব প্রতিনিধি: ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হতে আর এক সপ্তাহ বাকি। এই সময়ে ইস্তেহার প্রকাশ করল এনডিএ (NDA)। বিহার থেকে প্রতি বছর অসংখ্য মানুষ কর্মসূত্রে রাজ্য ত্যাগ করে ভীনরাজ্যে যান। বেশিরভাগই আসেন পশ্চিমবঙ্গে। তাই বিহার পরিচিত শ্রমিকদের ব্যাপক অভিবাসনের জন্য। এবার এই রাজ্যেই ভোটের আগে দেওয়া হল এক কোটি সরকারি চাকরির মেগা প্রতিশ্রুতি। পাশাপাশি এনডিএ জোট এক কোটি ‘লাখপতি দিদি’ পদ তৈরির কথাও দিয়েছে বিহারবাসীকে। এর মাধ্যমে মহিলাদের বার্ষিক এক লক্ষ টাকা আয়ের ক্ষমতায়ন করা হবে।

ভোটের আগে প্রকাশিত ইস্তেহারে সবচেয়ে বড় ঘোষণা ছিল কর্মসংস্থানের সুযোগ নিয়ে। এনডিএ জোট প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচিত হয়ে তারা যদি ক্ষমতায় আসে তাহলে যোগ্যতা হবে চাকরির মাপকাঠি। কে কতখানি যোগ্য তা নিয়ে আদমশুমারি পরিচালিত হবে। প্রতিটি জেলায় মেগা লার্নিং সেন্টার স্থাপিত হবে। যোগ্যতা ছাড়া চাকরি না হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এনডিএ।

বিহারে নারীর ক্ষমতায়নে ইদানিং সময়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। তাই সেখানে এক কোটি নারীকে ‘লাখপতি দিদি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিহারে চারটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং সাতটি এক্সপ্রেসওয়ে নির্মাণের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উদ্যোগও নেওয়া হয়েছে। শুক্রবার সকালে পটনায় বিজেপি প্রধান জেপি নাড্ডা এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জোটের প্রবীণ নেতাদের উপস্থিতিতে এনডিএ তাদের ‘সংকল্প পত্র’ প্রকাশ করেন। তাতে বিবিধ ঘোষণার পাশাপাশি জানানো হয় মুখ্যমন্ত্রীর মহিলা কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে, মহিলাদের ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। মহিলা উদ্যোক্তাদের জন্য থাকছে ‘মিশন কোটিপতি’ প্রকল্প।

ইস্তেহারে বিহারের মূল সমস্যাগুলিকে লক্ষ্য করা হয়েছে। তাই বেকারত্ব, অভিবাসন, গ্রামীণ দুর্দশা এবং অবকাঠামোগত ঘাটতিকে দূর করার প্রতিশ্রুটি দিয়েছে এনডিএ জোট। অনগ্রসর শ্রেণির ক্ষমতায়ন, কারিগরি গোষ্ঠীগুলিকে ১০ লক্ষ টাকা সহায়তার কথা বলেছে তারা। পাশাপাশি জানিয়েছে ক্ষমতায়নের কৌশল মূল্যায়ন এবং সুপারিশ করার জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হবে। ৭টি এক্সপ্রেসওয়ে এবং ৩,৬০০ কিলোমিটার রেল ট্র্যাকের আধুনিকীকরণ, ৪টি শহরে মেট্রো প্রকল্প এবং রেল পরিষেবা সম্প্রসারণ, নগর ও বিমান উন্নয়ন, পটনাকে নতুন ভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পটনার কাছে আন্তর্জাতিক বিমানবন্দর এবং ১০টি নতুন শহর থেকে বিমান সম্প্রসারণের ব্যবস্থা করা হবে।

শিল্পক্ষেত্রেও নবযুগ আনার প্রতিশ্রুতি দিয়েছে এনডিএ সরকার। শিল্প কেন্দ্রগুলিতে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ। বিহারকে একটি বিশ্বব্যাপী ব্যাকএন্ড এবং প্রযুক্তি কেন্দ্রে পরিণত করার জন্য ৫০ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া বিনামূল্যে রেশন, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, আবাসন সহ ‘পঞ্চামৃত গ্যারান্টি’ দেওয়া হয়েছে।  কেজি থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষাপ্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

মেগা ফুড পার্ক এবং রফতানি কেন্দ্রর দিকে নজর রাখা হচ্ছে। ১০০টি এমএসএমই পার্ক এবং ৫০,০০০ এরও বেশি কুটির শিল্পের জন্য সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় মেডিক্যাল কলেজ এবং একটি বিশ্বব্যাপী মেডিক্যাল সিটি গড়ে তোলার চিন্তাভাবনা রাখা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ এবং ডিজিটাল ল্যাব রেখে ‘শিক্ষা নগরী’ গড়ে তোলার কথা বলা হয়েছে। বৃষ্টির জল ব্যবহৃত হবে শুধু চাষের জন্য, বন্যাকবলিতরা বৃষ্টিতে দুর্বিপাকে পড়বেন না বলে কথা দিয়েছে এনডিএ সরকার। ‘ফ্লাড ফর ফরচুন’ মডেলের অধীনে ৫ বছরের মধ্যে বিহারকে বন্যামুক্ত করা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তপশিলি জাতিদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে।

ইস্তেহার তৈরিতে মাথায় রাখা হয়েছে কৃষকদের কথাও। কিষাণ সম্মান নিধির আওতায় বার্ষিক ৯,০০০ টাকা সহায়তা, পঞ্চায়েত পর্যায়ে গুরুত্বপূর্ণ ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য, কৃষি-অবকাঠামোতে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মৎস্য ও দুগ্ধ মিশনের মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করা, ব্লক-স্তরে প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি এবং আর্থিক সহায়তার কথা জানানো হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিজের জন্য রাখা কেক খেয়ে ফেললেন স্বামী, রাগে ২৫ বছরের দাম্পত্য চুকিয়ে দিলেন মহিলা

কী কাণ্ড! স্যুটে QR কোড লাগিয়ে অতিথিদের কাছে ‘উপহার’ চাইলেন কনের বাবা, ভাইরাল ভিডিও

মহিলাকর্মীদের ঋতুস্রাব হওয়ার প্রমাণ চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হুলস্থুল বিজেপি শাসিত হরিয়ানায়

ফের কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনা মধ্যপ্রদেশে, এবারে বলি ৬ মাসের কন্যাসন্তান

‘পাক সন্ত্রাসীরা এখন ভারতের শক্তি সম্পর্কে অবগত’, একতা দিবসের ভাষণেও অপারেশন সিঁদুর অস্ত্র মোদির

ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ