এই মুহূর্তে

আর লুকোচুরি নয়, জনসমক্ষে পঞ্জাবি গায়ক তালবিন্দরের সঙ্গে প্রেমে সিলমোহর দিশা পাটানির

নিজস্ব প্রতিনিধি: টাইগার শ্রফ অতীত, বয়সে ৫ বছরের ছোট পঞ্জাবি পপ গায়ক তালবিন্দর সিংহ সিধুর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। দিন কয়েক ধরে এমন গুঞ্জনে সরব নেটপাড়া। কিন্তু এই বিষয়ে তারকা দম্পতি প্রকাশ্যে কিছু জানাননি। তাঁদের প্রেমের বিষয়টি ভাইরাল হয়, কৃতি শ্যাননের বোনের বিয়ের দিন থেকে। যখন দিশাকে বিয়ে সেরে ফেরার পথে প্রেমিকের হাতে হাত রেখে বিমানবন্দরে দেখা যায়। তাঁদের বেশ ঘনিষ্ঠ হতেও দেখা গিয়েছিল। শুধু তাই নয়, কৃতি শ্যাননের বোনের রিসেপশনেও তালবিন্দরের সঙ্গে দেখা যায় দিশাকে। একজন খ্যাত নামা পঞ্জাবি গায়ক হলেও তালবিন্দরকে মুখোশ ছাড়া কখনও প্রকাশ্যে দেখা যায়নি। তিনি কনসার্টও মুখ ঢেকে করেন। মুখের নানারকম চিত্র এঁকে ঘুরে বেড়ান তিনি। যাতে জনসমক্ষে তাঁর পরিচিতি ফাঁস না হয়। এবার পঞ্জাবি গায়কের হাতে হাত রেখে মুম্বইয়ের লোল্লাপালুজা ইন্ডিয়া ইভেন্টে একসঙ্গে হাজির হলেন দিশা পাটানি। এভাবেই কী প্রেমের সম্পর্কে সিলমোহর দিলেন অভিনেত্রী?

অনেকেই বলছেন, অবশেষে পাঁচ বছরের ছোট গায়কের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন দিশা পাটানি। জনসমক্ষে তালবিন্দরের হাতে হাত ধরে হাঁটলেন অভিনেত্রী। এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রবিবার (২৫ জানুয়ারি) মুম্বইয়ের এই ইভেন্টে তালবিন্দর আমেরিকান গায়ক-নৃত্যশিল্পী কেহলানির সঙ্গে পারফরম্যান্সও করেছেন। তাঁর পারফর্ম দর্শকদের অবাক করেছে। তাঁর গানে দর্শকদের মঞ্চ থেকে সবাই উল্লাস করেন। চলতি মাসের শুরুতে নুপুর স্যানন এবং স্টেবিন বেনের বিয়েতে একসঙ্গে ছবি ভিডাঐ ক্লিক করার পরেই দিশা এবং তালবিন্দরের ডেটিংযের গুঞ্জন শুরু হয়। মজার বিষয় হল, ধরা পড়ে যাওয়ার পর তাঁরা বিমানবন্দরে একে অপরের সঙ্গে ফটো তোলা এড়িয়ে যাচ্ছিলেন। তালবিন্দরকে দিশার বেস্টফ্রেন্ড মৌনি রায়ের সঙ্গেও হাঁটতে দেখা গিয়েছিল। আর দিশা নাগিন অভিনেত্রীর স্বামীর সঙ্গে হাঁটছিলেন। আর এই নাটকীয়তা পাপারাৎজিদের ক্যামেরা থেকে নিজেদের সম্পর্ক আড়াল করার জন্যই ছিল। এর আগে দিশা বহু বছর ধরে টাইগার শ্রফের সঙ্গে ডেটিং করছিলেন। সকলেই ভেবেছিলেন তারকা জুটি দুজনে বিয়ে করবেন।

 

তবে, ২০২২ সালে বাঘি ২-এর অভিনেতারা আলাদা হয়ে যান। তবে বিচ্ছেদের পরেও, দুজনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। তবে দিশা এখনও টাইগারের বোন কৃষ্ণা শ্রফকে সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করেন। তবে মুম্বইয়ের ইভেন্টে একসঙ্গে হাতে হাত রেখে উপস্থিত হলেও তালবিন্দরের সঙ্গে সম্পর্কের এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি দিশা। এদিকে তাল বিন্দরের আগে কোনও সম্পর্ক ছিল কিনা তা জানা যায়নি। কয়েকদিন আগে খবর প্রকাশিত হয়েছিল, তিনি সোনি কৌর নামে এক মডেলের সঙ্গে ডেটিং করতেন তালবিন্দর। তবে, সোনি ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করে জানিয়ে দিয়েছিলেন যে, গায়কের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। কখনও ছিল না। এদিকে দিশার হাতে বর্তমানে কয়েকটি আকর্ষণীয় ছবি রয়েছে, যেমন ও’রোমিও, ওয়েলকাম টু দ্য জঙ্গল এবং আওয়ারাপান ২। ও’রোমিওতে, অভিনেত্রী একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আনন্দপুরের জতুগৃহে ঠিক কি ঘটেছিল? ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন যমকে ফাঁকি দেওয়া বিষ্ণুপদ

ম্যাট লিপস্টিক পরলেই কি ঠোঁট ফাটছে? এই ৫ টি সহজ টোটকায় ঠোঁট থাকবে মাখনের মতো নরম

হরিয়ানার কনসার্টে চরম হয়রানির শিকার মৌনি, ‘বুড়ো’ দর্শকদের কীভাবে জব্দ করলেন?

নেতাজির জন্মজয়ন্তীতে রেড রোডে মমতা, মূর্তিতে মাল্যদান মুখ্যমন্ত্রীর

ইঁদুর মারার ফাঁদই কাল! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাল ঠাকুরমা-নাতি সহ ৩ জন

২৪ ঘণ্টায় রাস্তা তৈরি করে বিশ্বরেকর্ড, গিনেসে নাম তুলল NHAI

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ