এই মুহূর্তে

হরিয়ানার কনসার্টে চরম হয়রানির শিকার মৌনি, ‘বুড়ো’ দর্শকদের কীভাবে জব্দ করলেন?

নিজস্ব প্রতিনিধি: কনসার্টে গিয়ে তারকাদের হেনস্থার সম্মুখীন হওয়ার বিষয়টা নতুন নয়। এবার হরিয়ানার কর্ণালে একটি অনুষ্ঠানে গিয়ে চরম হেনস্থার শিকার হলেন মৌনি রায়। অভিনেত্রী চুপ করে সহ্য করেননি। উপযুক্ত জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, হরিয়ানার ওই অনুষ্ঠানে কয়েকজন বয়স্ক ব্যক্তি তাঁকে দেখে অশ্লীল মন্তব্য, অনুপযুক্ত অঙ্গভঙ্গি এবং গালিগালাজ করে ছিলেন। তিনি তখন মঞ্চে নৃত্য পরিবেশন করছিলেন।

তিনি অনুষ্ঠান শুরু করার পরেই দর্শক মহল থেকে নানারকম গালিগালাজ করা হয় তাঁকে। এমনকি মঞ্চের সামনে থাকা কয়েকজন বৃদ্ধ তাঁর কোমরে হাত দিয়ে ছবি তোলার চেষ্টা করেন। মৌনি প্রথমে তাঁদের চুপ করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁরা শোনেননি। উল্টে অভিনেত্রীর দিকে গোলাপ ছুঁড়ে মারেন। কয়েকজন নিচ থেকে অভিনেত্রীর ভিডিও রেকর্ডও করেন। যখন কেউ তাঁদের থামতে বলে, তখন তাঁরা সেই ব্যক্তিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর অভিনেত্রী বাধ্য হয়ে তাঁর মধ্যমা আঙুল (Fuck off) দেখান। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কর্ণাল অনুষ্ঠানের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মৌনি পারফরম্যান্স শেষে মঞ্চ থেকে নেমে দর্শকদের উদ্দেশ্যে মধ্যমা আঙুল দেখাচ্ছেন। তবে এই ভাইরাল ভিডিওটি নিয়ে অভিনেত্রীকে সবাই সমর্থন করেছেন। অভিনেত্রী ভূমি পেডনেকার বলেছেন, ‘ভালো হয়েছে, মৌনি যা করেছে ঠিক করেছে।’

আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপও তাঁর সমর্থন জানিয়ে একটি হাততালি ইমোজি দিয়েছেন।শনিবার, মৌনি রায় তার ইনস্টাগ্রাম স্টোরিতে ঘটনাটি সম্পর্কে একটি বিস্তারিত নোট লিখেছিলেন। যেখানে তিনি লিখেছিলেন, ‘গতকাল কর্ণালে একটি অনুষ্ঠান হয়েছিল। তাঁদের আচরণে আমি বিরক্ত, বিশেষ করে দুই কাকা, যারা আমার দাদু হওয়ার মতো বয়সী। অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মঞ্চের কাকা এবং পরিবারের সদস্যরা (সকল পুরুষ) ছবি তোলার জন্য আমার কোমরে হাত দেন। আমি যখন বললাম, ‘স্যার, দয়া করে আপনার হাত সরিয়ে দিন’ তখন আমার ভাল লাগেনি।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আনন্দপুরের জতুগৃহে ঠিক কি ঘটেছিল? ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন যমকে ফাঁকি দেওয়া বিষ্ণুপদ

আর লুকোচুরি নয়, জনসমক্ষে পঞ্জাবি গায়ক তালবিন্দরের সঙ্গে প্রেমে সিলমোহর দিশা পাটানির

ম্যাট লিপস্টিক পরলেই কি ঠোঁট ফাটছে? এই ৫ টি সহজ টোটকায় ঠোঁট থাকবে মাখনের মতো নরম

নেতাজির জন্মজয়ন্তীতে রেড রোডে মমতা, মূর্তিতে মাল্যদান মুখ্যমন্ত্রীর

ইঁদুর মারার ফাঁদই কাল! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাল ঠাকুরমা-নাতি সহ ৩ জন

২৪ ঘণ্টায় রাস্তা তৈরি করে বিশ্বরেকর্ড, গিনেসে নাম তুলল NHAI

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ