নিজস্ব প্রতিনিধি, কলম্বো: এশিয়া কাপের ফাইনালে আগামিকাল রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। আর এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ের ২৪ ঘন্টা আগে জোর ধাক্কা খেলেন দাসুন শানাকারা। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে রবিবার রোহিত শর্মাদের বিরুদ্ধে মাঠে নামতে পারছেন না শ্রীলঙ্কার স্পিনার মাহিশ থিকশানা। তাঁর পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে অফ স্পিনার সাহান আরাচ্ছিগেকে।
গত বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে ফিল্ডিং করার সময়ে চোট পান থিকশানা। বাঁ পায়ের পেশিতে টান ধরায় প্রচণ্ড ব্যথা অনুভব করেন। শুক্রবার তাঁর স্ক্যান করা হয়। সেই স্ক্যান রিপোর্ট দেখার পরেই বিশ্বকাপের কথা ভেবে দলের অন্যতম সেরা বোলারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কেননা, চিকিৎসকরা জানিয়ে দেন, রবিবার এশিয়া কাপের ফাইনালে জোর করে থিকশানাকে খেলানো হলে ফল হিতে বিপরীত হতে পারে। চোট আরও গুরুতর হতে পারে। চিকিৎসকদের পরামর্শের পরেই দলের সেরা অস্ত্রকে বাদ দিয়ে ফাইনালে দল নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
চলতি বছরে দুরন্ত ফর্মে ছিলেন থিকশানা। দেশের হয়ে ১৫টি একদিনের ম্যাচে ৩১টি উইকেট ঝুলিতে পুরেছেন। শুধু তাই নয়, চলতি বছরে একদিনের ক্রিকেটে শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেট শিকারিও আইপিএলে চেন্নাই সুপার কিংসের অন্যতম খেলোয়াড়। তাছাড়া চলতি এশিয়া কাপে গড়ে ২৯.১২ রানের বিনিময়ে আট উইকেট নিয়েছেন তিনি। শ্রীলঙ্কাকে ফাইনালে তোলার পিছনেও বিশেষ অবদান ছিল। উল্লেখ্য, চোটের কারণে চলতি এশিয়া কাপে খেলতে পারেননি শ্রীলঙ্কার বোলিং আক্রমণের অন্যতম দুই সেনানি দুষ্মন্ত চামিরা ও ওয়ানিন্দু হাসরঙ্গা।