-273ºc,
Tuesday, 30th May, 2023 1:37 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মঙ্গলবার ঘোষিত হল এশিয়া কাপের (Asia Cup) সূচি। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ভারতের খেলা ২৮ অগাস্ট। ম্যাচ দুবাইতে। টুর্নামেন্ট শুরু ২৭ অগাস্ট থেকে। ফাইনাল ১১ সেপ্টেম্বর। এশিয়া কাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায় (Sri Lanka)। একে সে দেশে তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে আর্থিক পরিস্থিতি। শ্রীলঙ্কা একপ্রকার হাত গুটিয়ে নেয়। শেষ পর্যন্ত ঠিক হয় ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরশাহিতে।
সূচি ঘোষণায় উচ্ছ্বসিত বোর্ড সচিব জয় শাহ (secretary of BCCI)। মঙ্গলবার টুইটার হ্যান্ডেলে তিনি টুইট করে। জয় শাহর টুইট – অপেক্ষার অবসান। ঘোষিত হল এশিয়া কাপের (Asia Cup) সূচি। ম্যাচ শুরু ২৭ অগাস্ট থেকে।ফাইনাল ১১ সেপ্টেম্বর। পঞ্চদশ এশিয়া কাপের বাড়তি গুরুত্ব রয়েছে। কারণ এর পরেই আইসিসি টি-টোয়েন্ট (ICC-T-20) বিশ্বকাপ।
খেলা হবে টি-টোয়েন্ট ফরম্যাটে। ২০১৬-য়ের পর এই নিয়ে দ্বিতীয়বার। ২০১৬-তে গ্রু ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে (five wicket)পরাজিত করে ভারত। ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ (Bangladesh)। প্রতিপক্ষ শিবির তুলনামূলকভাবে কিছুটা দূর্বল হওয়ায় ফাইনালে ভারতকে জয় পেতে খুব একটা কষ্ট করতে হয়নি। টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে ভারত এ পর্যন্ত মুখোমুখি হয়েছে মোট নয় বার।
এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council )সভাপতি তথা বোর্ড সচিব জয় শাহ শ্রীলঙ্কা (Sri Lanka) থেকে টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়ার খবর ঘোষণা করতে গিয়ে বলে, শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে এশিয়ান ক্রিকেট (Asian Cricket Council ) কাউন্সিল এশিয়া কাপের ম্য়াচ সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করেছে।