এই মুহূর্তে

কঠোর শাস্তির মুখে জেমিমা রদ্রিগেজ! দিতে হবে বড় অঙ্কের জরিমানা, কি এমন করলেন ডব্লিউপিএলে?

নিজস্ব প্রতিনিধি: কঠোর শাস্তির মুখে পড়লেন উইমেন্স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক জেমিমা রুদ্রিগেজ। মঙ্গলবার ভদোদরার কোটাম্বি স্টেডিয়ামে গুজরাট জায়ান্টসের বিপক্ষে ডব্লিউপিএল ম্যাচের সময়  গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ না করার জন্য তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জন্য জেমিমাকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

তিনবারের রানারআপ দিল্লি ক্যাপিটালস মাত্র তিন রানে হেরে  ছয় পয়েন্ট এবং -০.১৬৪ নেট রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে নেমে গিয়েছে। ডব্লিউপিএল এক বিবৃতিতে জানিয়েছে “মঙ্গলবার ভদোদরার বিসিএ স্টেডিয়ামে গুজরাট জায়ান্টসের বিপক্ষে তাদের দলের ম্যাচে ধীর ওভার রেট বজায় রাখার জন্য দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক জেমিমা রুদ্রিগেজকে জরিমানা করা হয়েছে। যেহেতু এটি ডব্লিউপিএলের আচরণবিধির অধীনে মরসুমে তাঁর প্রথম অপরাধ ছিল, তাই জেমিমাকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।” 

আরও পড়ুন: একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দিতে পারেন সূর্যরা, চতুর্থ ম্যাচে কেমন হবে ভারতের প্রথম একাদশ?

১ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ খেলায় দিল্লি ক্যাপিটালস  নীচের স্থানে থাকা ইউপি ওয়ারিয়র্সের মুখোমুখি হবে। মঙ্গলবার দিল্লির হয়ে নিকি প্রসাদ  ৪৭ রান এবং স্নেহ রানা ২৯ রান  করেন। এই দুজন মাত্র ৩১ বলে ৬০ রান  করেও দলকে  জেতাতে পারেনি। অন্যদিকে সোফি ডিভাইন (৪/৩৭) এবং রাজেশ্বরী গায়কোয়াড় (৩/২০) এর   বোলিং গুজরাটের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ২০ ওভারে মাত্র ১৭১/৮ করতে পারে। শেষ ওভারে নয় রানের প্রয়োজন ছিল, কিন্তু ডিভাইন স্নেহ রানা এবং নিকি প্রসাদকে আউট করে ম্যাচ গুজরাটের পক্ষে নিয়ে যান। এর আগে, গুজরাটের হয়ে বেথ মুনি ৪৬ বলে ৫৮ রান করেন, অন্যদিকে অনুষ্কা ২৫ বলে ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মানুষদের জন্য কাজ করা নেতাকে হারালাম’, অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ সচিনের

একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দিতে পারেন সূর্যরা, চতুর্থ ম্যাচে কেমন হবে ভারতের প্রথম একাদশ?

মুখে চুনকালি বাংলাদেশ বোর্ড কর্তাদের, বিশ্বের সবচেয়ে জঘন্য লিগের তকমা পেল বিপিএল

ODI ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম! দুরন্ত সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন জো রুট

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড, পাকড়াও ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার

ISL-এ উদ্বোধনী ম্যাচে মোহনবাগান, সম্ভাব্য সূচি প্রকাশ AIFF-র, কলকাতা ডার্বি কবে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ