এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

টি টোয়েন্টি বিশ্বকাপের যে পাঁচ রেকর্ড আজও অক্ষত

আন্তর্জাতিক ডেস্ক: আর কয়েকদিন বাদেই শেষ হয়ে যাবে বিশ্বকাপ। এবার কোন দেশ চ্যাম্পিয়ন হবে, তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।  পাল্লা ভারী ভারতের দিকে। টি-টোয়েন্টি শুরুর আগে ভারতের প্রাক্তন অলরাউন্ডার কপিল দেবের ভবিষ্যদ্বাণী ছিল, ভারত সেমিফাইনালের অনেক আগেই ছিটকে যাবে। সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছেন ভারতের একাধিক প্রাক্তনী। তাদের সেই ভবিষ্যদ্বাণী অনেকটাই মিলতে চলেছে। কে চ্যাম্পিয়ন হবে তার জন্য আপাতত ফাইনাল ম্যাচ শুরু ও শেষ না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তার আগে একবার দেখে নেওয়া যাক টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত পাঁচটি রেকর্ড (এই কপি লেখা পর্যন্ত) অক্ষত রয়েছে। একঝলকে তাকিয়ে দেখা যাক অক্ষত সেই পাঁচটি রেকর্ডের দিকে।টি-টোয়েন্টি শুরু হয়েছিল ২০০৭ সালে। ভারত সেবার চ্যাম্পিয়ন হয়েছিল।

১) দলগত সর্বোচ্চ রান

টি-টোয়েন্টি শুরু হয় ২০০৭ সালে। অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা এবং কেনিয়া। শ্রীলঙ্কা তুলেছিল ২৬০ রান। এখনও পর্যন্ত সেটাই কোনও দলের সর্বোচ্চ রান। ২৬০ রানের মধ্যে সনৎ জয়সূর্য করেন ৮৮ রান (৪৪ বল)।এর মধ্যে ১১টি বাউন্ডারি, চারটি ওভার বাউন্ডারি। অন্যদিকে, মাহালে জয়বর্ধনে ২৭ বলে করেন ৬৫ রান।

২) বড় রানের ব্যবধানে জয়-পরাজয়

অক্ষত রয়েছে বড় রানের ব্যবধানে কোনও দলের জয়। ২০০৭ সালে ওই ম্যাচেই কেনিয়াকে বড় রানে হারিয়েছিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ২৬০ রানে। পরে খেলতে নেমে কেনিয়ার ইনিংস মাত্র ৮৮ রানে শেষ হয়ে যায়। কেনিয়া পরাজিত হয় ১৭২ রানে। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন ২১।

৩) দ্রুত ৫০

দ্রুত ৫০ রান তোলার রেকর্ডটিও আজও অক্ষত রয়েছে। এই রেকর্ড অবশ্য ভারতের দখলে। দ্রুত ৫০ রান তুলে সংবাদের শিরোনামে উঠে আসেন যুবরাজ সিং। খেলা ডারবানে। ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। স্টুয়ার্ট ব্রডকে বেধরক ঠেঙান যুবরাজ। ছয় বলে পরপর ছয়। ১৬ বলে তোলেন ৫৮ রান। স্ট্রাইকিং রেট ৩৬২.৫০

৪)পঞ্চম উইকেটে পার্টনারশিপ

অক্ষত রয়েছে পঞ্চম উইকেটে পার্টনারশিপের রেকর্ডটিও। সেটাও ২০০৭ সালের ঘটনা। এই রেকর্ড পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার মধ্যে। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১৬৫। ৬.৪ ওভারে ৪৬ রানের মধ্যে পাকিস্তান হারিয়ে ফেলে চার উইকেট। এমন সময় হাল ধরেন মিসবাহ-উল-হক। ৪২ বলে করেন ৬৬ রান। যোগ্য সঙ্গত দেন মালিক। ৩৮ বলে ৫২।

৫) অতিরিক্ত রানের বন্যা

কিছু রেকর্ড কোনও যেমন দল এবং ব্যক্তিকে লার্জার দ্যান লাইফ করে তোলে, কিছু রেকর্ড দলকে চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। এমনই এক অস্বস্তিকর ঘটনা তাড়া করছে ক্যারিবিয়ানদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে তারা দিয়েছিল ২৮টি অতিরিক্ত রান।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সঞ্জু-ধ্রুব’র দাপটে লখনউকে হারিয়ে জয়ী রাজস্থান

রাহুলের দাপটে রাজস্থানের বিরুদ্ধে ১৯৬ তুলল লখনউ

তিলক-টিমের লড়াই বিফলে, দিল্লির কাছে হারল মুম্বই

বিধ্বংসী ম্যাকগার্ক, মুম্বইকে জয়ের জন্য ২৫৮ রানের লক্ষ্য দিল্লির

দিল্লির বিরুদ্ধে ম্যাচে নয়া রেকর্ড গড়ার সুযোগ রোহিতের

ঘরের মাঠে রাজস্থানকে হারাতে ঝাঁপাচ্ছে লখনউ, খেলতে পারে ময়াঙ্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর