27ºc, Haze
Friday, 24th March, 2023 9:41 pm
নিজস্ব প্রতিনিধি, বিশাখাপত্তনম: প্রথম একদিনের ম্যাচে নিশ্চিত জয় হাতছাড়া হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। রবিবার বিশাখাপত্তনমের ওয়াই এস রাজা রেড্ডি স্টেডিয়ামে দ্বিতীয় একদিনের ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটল স্টিভ স্মিথদের। মিচেল স্টার্কের আগুন ঝরানো বোলিংয়ে কার্যত ঝলসে গেল ভারতের ব্যাটিং লাইন আপ। ২৬ ওভারে ১১৭ রানেই শেষ হয়ে গেল রোহিতরা। মাত্র চার ভারতীয় ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছে।
এদিন দ্বিতীয় একদিনের ম্যাচে দলে ফিরেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ম্যাচে ব্যর্থ ঈশান কিষাণকে বাদ দেওয়া হয়েছে। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথম ওভারের তৃতীয় বলেই শুভমন গিলকে শূন্য রানে ফিরিয়ে ধাক্কা দেন মিচেল স্টার্ক। অধিনায়ক রোহিত শর্মা ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলের বিপদ সামলানোর চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু পঞ্চম ওভারে পর পর দুই বলে ভারত অধিনায়ক (১৫ বলে ১৩) ও সূর্যকুমার যাদবকে (০) ফিরিয়ে জোড়া ধাক্কা দেন স্টার্ক। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখ থেকে জয় ছিনিয়ে নেওয়া কে এল রাহুলকেও (১২ বলে ৯) সাজঘরে ফিরিয়ে দেন অজি পেসার। হার্দিক পাণ্ড্যকে ফিরিয়ে ভারতের মেরুদণ্ড ভেঙ্গে দেন অ্যাবট। ৪৯ রানে পাঁচ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে ভারত।
রবীন্দ্র জাদেজাকে সঙ্গী করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কোহলি। কিন্তু নাথান ইল্লিশের বলে ভারতের প্রাক্তন অধিনায়ককে (৩৫ বলে ৩১) সাজঘরে ফিরতে হয়। অক্ষর পটেল এসে কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে তিনি দলকে বড় ভিতের ওপরে দাঁড় করাতে পারেননি। রবীন্দ্র জাদেজাকে আউট করে অস্ট্রেলিয়াকে ব্রেক থ্রু এনে দেন ইল্লিশ। তার পরে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। কুলদীপ যাদব (৪) ও মহম্মদ শামিকে (০) ফিরিয়ে দেন অ্যাবট। ২৬ ওভারের শেষ বলে মহম্মদ সিরাজের (০) স্ট্যাম্প ছিটকে দিয়ে ভারতকে ১১৭ রানে গুটিয়ে দেন স্টার্ক। অজি পেসার ৮ ওভারে ৫৩ রানে পাঁচ উইকেট ঝুলিতে পুরেছেন। অ্যাবট ২৩ রানে তিন উইকেট ও ইল্লিশ ১৩ রানে দুই উইকেট শিকার করেছেন।