এই মুহূর্তে




‘মহা রেকর্ড’ শুভমনের, তবুও ৫৮৭ রানে শেষ ভারতের প্রথম ইনিংস




নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম: ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে দ্বিতীয় টেস্টে অধিনায়ক শুভমন গিলের মহা রেকর্ড সত্বেও ৬০০ রানের গণ্ডি পেরোতে পারল না টিম ইন্ডিয়া। ৫৮৭ রানেই থেমে গেল প্রথম ইনিংস। যার মধ্যে অধিনায়ক শুভমন গিল একাই করেছেন ২৬৯ রান। তিনি ফেরার পরে বেশিক্ষণ থিতু হয়নি ভারতের ইনিংস। ইংল্যান্ডের হয়ে শোয়েব বশির তিন উইকেট নিয়েছেন বটে, তবে খরচ করেছেন ১৬৭ রান।

৫ উইকেটে ৩১০ রান নিয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল টিম ইন্ডিয়া। প্রথম দিনের শেষে অপরাজিত থাকা দুই ব্যাটার শুভমন গিল ও রবীন্দ্র জাদেজা শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন। ইংরেজ বোলারদের বিষাক্ত আক্রমণ নির্বিষ করে দিয়ে রান মেশিন সচল রাখেন। মধ্যাহ্নভোজনের বিরতির আগেই দেড়শো রানের গণ্ডি পেরিয়ে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন ভারত অধিনায়ক।। এজবাস্টনে টেস্টে এতদিন ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক ছিলেন বিরাট কোহলি। তিনি এক ইনিংসে ১৪৯ রান করেছিলেন। তাঁকে টপকেছেন শুভমন। ভারত অধিনায়ককে যোগ্য সঙ্গত করেন রবীন্দ্র জাদেজাও। গত সফরে এজবাস্টনেই শতরান করেছিলেন তিনি। এদিনও দুর্দান্ত খেলছিলেন। মনে হচ্ছিল শতরান পেয়ে যাবেন। কিন্তু তা হয়নি। জশ টংয়ের বাউন্সার সামলাতে না পেরে ৮৯ রানের মাথায় আউট হন তিনি। সেই সঙ্গে ভেঙে যায় ২০৩ রানের জুটি। ৪১৪ রানে ষষ্ঠ উইকেট হারায় ভারত।

তবে একের পর এক সতীর্থকে ফিরতে দেখেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন শুভমন। ইনিংসের ১২২তম ওভারে জস টংয়ের বলে সিঙ্গল নিয়েই দ্বিশতরানের মাইলফলক স্পর্শ করেন তিনি। ভারত অধিনায়ক হিসাবে তো বটেই এমনকি ব্যক্তিগতভাবেও এই প্রথম টেস্টে দ্বিশতরান করলেন শুভমন। আন্তর্জাতিক ক্রিকেটে জীবনের প্রথম দ্বিশতরান করতে ৩১১টি বল খেলেছেন ভারত অধিনায়ক। হাঁকিয়েছেন ২৩টি বাউন্ডারি ও দুটি ছক্কা। শুভমনকে যোগ্য সঙ্গত করতে থাকেন ওয়াশিংটন সুন্দরও। সপ্তম উইকেটে ১৪৪ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেন শুভমন ও ওয়াশিংটন। দারুন খেলেও অর্ধশতরানের আট ধাপ দূরেই থেমে যেতে হয় ওয়াশিংটন সুন্দরকে। ৪২ রান করে রুটের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।

তবে সুন্দর ফিরলেও অপ্রতিরোধ্য হয়ে দাঁড়ান ভারত অধিনায়ক। চা বিরতির আগে ২৫০ রান পার করেন। শুধু তাই নয় ২৫৫ রান করার সঙ্গে সঙ্গেই ভারতীয় অধিনায়ক হিসাবে সর্বোচ্চ রান করার মালিকানার মুকুটও পরে নেন। ছাপিয়ে যান বিরাট কোহলিকে। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুণেতে অধিনায়ক হিসাবে অপরাজিত ২৫৪ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন কিং কোহলি। চা বিরতির পরেই অবশ্য থামেন গিল। ২৬৯ রান করে জশ টংয়ের বলে পুল মারতে গিয়ে অলি পোপের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন। ভারত অধিনায়কের ইনিংস সাজানো ছিল ৩০টি চার ও তিনটি ছক্কায়। শুভমন আউট হওয়ার পরে আর বেশিক্ষণ স্থায়ী হয়নি ভারতের ইনিংস। শোয়েব বশিরের বলে ফিরে যান আকাশদীপ (৬)। শেষ উইকেটে মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা মাত্র ১৩ রান যোগ করতে সক্ষম হন। সিরাজকে (৮) ফিরিয়ে ভারতের ইনিংস গুটিয়ে দেন শোয়েব বশির।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৬’টি পদক জিতে ভারতের নাম উজ্জ্বল করলেন মালদার গৃহবধূ

লর্ডসে শতরান রাহুলের, ছুঁলেন বেঙ্গসরকারের রেকর্ড

লর্ডসে ইতিহাস পন্থের, ভেঙে দিলেন ভিভ রিচার্ডসের রেকর্ড

অর্থের অভাবে অনিশ্চিত রহড়ার ঐশীর জাতীয় ভারোত্তোলনে অংশগ্রহণ, সাহায্যের আবেদন মায়ের

 ইতিহাস গড়ে প্রথমবার টি ২০ বিশ্বকাপে জায়গা করে নিল ইতালি

কপিল দেবের রেকর্ড ভেঙে দিলেন বুমরা, কী নজির গড়লেন ভারতের স্পিডস্টার?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ