এই মুহূর্তে




চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাচ্ছে না ভারত, কার্যত নিশ্চিত করল বিদেশ মন্ত্রক




নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাটিতে ভারতীয় দলের খেলার যে সম্ভাবনা নেই তা নিশ্চিত করল বিদেশ মন্ত্রক। আজ শুক্রবার (২৯ নভেম্বর) সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে কিনা, তা নিয়ে ইতিমধ্যেই নিজেদের আবস্থান স্পষ্ট করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিবৃতি জারি করেছে। যেহেতু ওই দেশে (পাকিস্তান)  নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ রয়েছে এবং তাই এটি দলটি সেখানে যাওয়ার সম্ভাবনা কম…”।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ভারতীয় দলের পাকিস্তানে যাওয়ায় মোদি সরকারের যে সায় নেই, তা স্পষ্ট করে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।

এদিকে, ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের স্নায়ুযুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে অনিশ্চয়তার মেঘ জমেছে। সেই মেঘ কাটাতে আজ শুক্রবার (২৯ নভেম্বর) জরুরি বৈঠকে বসছে আইসিসির গভর্নিং বডি। ভার্চুয়াল বৈঠকেই ঠিক হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। প্রতিযোগিতা যাতে সুষ্ঠভাবে আয়োজন করা যায় তার জন্য ভারত-পাক সঙ্ঘাত নিরসনে উদ্যোগী হয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সহ একাধিক দেশের ক্রিকেট বোর্ডের কর্তারা। তবে রণংদেহী মেজাজে থাকা বিসিসিআই ও পিসিবি কর্তারা নিজেদের অবস্থানে অনড় থাকলে জট সহজে নাও খুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আগামী ফেব্রুয়ারি মাসেই পাকিস্তানের মাটিতে বসার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানের মাটিতে দল পাঠাতে অস্বীকার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৩ সালের এশিয়া কাপের মতোই হাইব্রিড মডেলে প্রতিযোগিতার আয়োজন করা হোক। অর্থা‍ৎ ভারতীয় দলের খেলা অন্য কোনও দেশের মাটিতে আয়োজন করা হোক। কিন্তু ওই প্রস্তাবে বেঁকে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। পিসিবি’র কর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘বিসিসিআইয়ের অন্যায্য দাবির কাছে আত্মসমর্পণ করে যদি আইসিসি পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ সরিয়ে নেয়, তাহলে পুরো প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াবে পিসিবি। পাকিস্তান দল অন্য কোনও দেশের মাটিতে খেলবে না।’

প্রতিযোগিতার মাত্র তিন মাস আগে দুই দেশের ক্রিকেট বোর্ডের অনমনীয় মনোভাবে যথেষ্টই চাপে পড়েছেন আইসিসির কর্তারা। জট কাটাতে তাই শুক্রবার (২৯ নভেম্বর) জরুরি বৈঠকে বসছে গভর্নিং বডি। সূত্রের খবর, বৈঠকে বিসিসিআইয়ের তরফে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তার কারণে শ্রীলঙ্কা দলের সফরের মাঝপথে দেশে ফেরার উদাহরণ তুলে ধরা হবে। আইসিসির একটা অংশ চাইছেন, গ্রুপ লিগ খেলতে ভারতীয় দল পাকিস্তানে না গেলেও ফাইনালে উঠলে পাক মুলুকে খেলুক।

 

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফুটবলারদের ভোটে বছরের সেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি ও রোনাল্ডো

প্রিয়জনদের সঙ্গে গ্যালারিতে বসে দলের হার দেখলেন রোনাল্ডো

বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব ইস্টবেঙ্গল, অবিলম্বে নিধন যজ্ঞ বন্ধের দাবি

নিলামে উঠেছে ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন, কত দাম রাখা হয়েছে টুপির জানেন?

সাকিবের কেরিয়ার শেষ, ঠাঁই হল না ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে

নিউজিল্যান্ডের পরাজয়ে চরম উপকৃত টিম ইন্ডিয়া, শিরোপা জেতার পথ এখন আরও সুগম

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর