এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মুম্বই এফসি-কে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে মোহনবাগান

নিজস্ব প্রতিনিধি:মুম্বই সিটি এফসিকে ৩-১ গোলে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠল মোহনবাগান। সবুজ মেরুনের হয়ে গোল করেছেন জেসন কামিংস, মনবীর সিং ও আনোয়ার আলি। মুম্ব্ইয়ের পক্ষে একমাত্র গোলটি করেছেন হর্হে পেরেরা দিয়াস।এই প্রথম মুম্বই এফসি’র বিরুদ্ধে জয় পেল সবুজ মেরুন ব্রিগেড। সেমিফাইনালে গোয়া এফসি’র মুখোমুখি হবে জুয়ান ফেরান্দোর শিষ্যরা।

রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের প্রথম থেকেই বিশেষ সতর্ক ছিল সবুজ মেরুন জার্সিধারীরা। তার কারণ, বরাবরই মুম্বইয়ের ক্লাবটি সবুজ মেরুনের কাছে বড় গাঁট হয়ে দেখা দিয়েছে। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকে হুগো বুমোস, মনবীর সিংরা। সাত মিনিটের মাথায় মুম্বইয়ের রক্ষণভাগের খেলোয়াড়দের ফাঁকি দিয়ে বক্সে বল নিয়ে ঢুকে পড়েন জেসন। তাঁকে অবৈধভাবে বাধা দেন মুম্বইয়ের গোলকিপার ফুর্বা লাচেনপা। পেনাল্টির নির্দেশ দিতে সময় নেননি রেফারি। পেনাল্টি থেকে গোল করে সবুজ মেরুনকে এগিয়ে দেন অস্ট্রেলিয়ার স্ট্রাইকার। গোল খেয়ে শোধের জন্য ঝাঁপিয়ে পড়ে মুম্বই। ২৮ মিনিটে গোলও আদায় করে নেয়। বক্সের বাঁ দিকে নিজেদের মধ্যে পাস খেলে নেন গ্রেগ স্টুয়ার্ট এবং অ্যালবার্ট নগুয়েরা। তার পর নগুয়েরা বক্সের মাঝামাঝি ক্রস ভাসান। বাগান গোলরক্ষক বিশাল কাইথের হাতে লেগে বল যায় দিয়াসের কাছে। তিনি বুক দিয়ে ঠেলে বল জালে জড়িয়ে দেন। ম্যাচে সমতা ফেরা দু’মিনিটের মাথায় ফের এগিয়ে যায় সবুজ মেরুন। ২৯ মিনিটে কর্নার পায় মোহনবাগান। মুম্বইয়ের রক্ষণভাগের খেলোয়াড়ের পা হয়ে বল চলে আসে বাঁ দিকে থাকা হুগো বুমোসের কাছে। তিনি বক্সে বল ভাসান। অরক্ষিত অবস্থায় থাকা মনবীর হেডে গোল করেন।

প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকা জুয়ান ফেরান্দোর ছেলেরা দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ঝাঁজ বাড়ায়। গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় মুম্বই সিটি এফসি। মুহুর্মুহু আক্রমণ শানায়। যদিও দুর্ভেদ্য হয়ে দাঁড়ায় বাগানের রক্ষণ।  ৫৪ মিনিটে স্টুয়ার্টের শট অল্পের জন্যে লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটেই পেনাল্টির আবেদন করে মুম্বই। বক্সের মধ্যে স্টুয়ার্টকে পিছন থেকে ট্যাকল করেছিলেন আনোয়ার আলি। রেফারি সেই আবেদনে কর্ণপাত করেননি।৬৩ মিনিটের মাথায় হেডে গোল করে মোহনবাগানের পক্ষে ব্যবধান বাড়ান আনোয়ার আলি। তার পরে দুই দলই একাধিক গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বেঙ্গালুরুকে জয়ের জন্য ২০১ রানের লক্ষ্যমাত্রা গুজরাতের

ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ পাকিস্তান দলের দায়িত্বে

হায়দরাবাদকে হারিয়ে জয়ের ছন্দে ফিরতে মরিয়া চেন্নাই

ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে জিততে মরিয়া গুজরাত টাইটান্স

টি ২০ বিশ্বকাপে খষভের সঙ্গে কোন উইকেটকিপার, ঠিক করে ফেলল বিসিসিআই

সঞ্জু-ধ্রুব’র দাপটে লখনউকে হারিয়ে জয়ী রাজস্থান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর