এই মুহূর্তে




প্রথম স্থান ফের হাতছাড়া নীরজ চোপড়ার! শীর্ষে জুলিয়ান ওয়েবার




ইন্দ্রজি‍ৎ রায়: একই ছবির পুনরাবৃত্তি বা কপি-পেস্টও বলা যেতে পারে। দোহা ডায়মন্ড লিগের ছবিই যেন ফিরে এল পোল্যান্ডে। জানুস কুসোচিনস্কি মেমোরিয়াল ২০২৫-এ ভারতের জ্যাভেলিন সুপারস্টার নীরজ চোপড়া তাঁর দক্ষতার প্রমাণ দিয়ে ৮৪.১৪ মিটার দূরত্বে জ্যাভেলিন থ্রো করে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তবে শীর্ষস্থান দখল করেছেন জার্মানির জুলিয়ান ওয়েবার। যিনি তাঁর দ্বিতীয় রাউন্ডে ৮৬.১২ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে সবাইকে ছাড়িয়ে গেছেন। এই প্রতিযোগিতায় গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স তৃতীয় স্থান পেয়েছেন, তাঁর সেরা থ্রো ছিল ৮৩.২৪ মিটার।

নীরজ চোপড়ার পারফরম্যান্স

দু’বারের অলিম্পিক পদকজয়ী এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া এই প্রতিযোগিতার শুরুটা খুব একটা ভাল করতে পারেননি। তাঁর প্রথম থ্রোটি ছিল ফাউল। দ্বিতীয় রাউন্ডে তিনি ৮১.২৮ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়লেও, তৃতীয় এবং চতুর্থ রাউন্ডে টানা দুটি ফাউল থ্রো করেন। যদিও হাল ছাড়েননি ভারতের সোনার ছেলে। পঞ্চম রাউন্ডে তিনি তাঁর থ্রো উন্নত করে ৮১.৮০ মিটার দূরত্বে ছোঁড়েন। শেষ রাউন্ডে তিনি ৮৪.১৪ মিটার দূরত্বে জ্যাভেলিন থ্রো করে দ্বিতীয় স্থান নিশ্চিত করেন।

নীরজ টানা ২২তম প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। এর আগে সর্বশেষ তিনি ফিনল্যান্ডের কুওর্তানে গেমসে প্রথম দুইয়ে ঠাঁই করে নিতে পারেননি। এই ধারাবাহিকতা তাঁর অসাধারণ প্রতিভা এবং কঠোর পরিশ্রমের প্রমাণ।

জুলিয়ান ওয়েবারর দাপট

জার্মানির জুলিয়ান ওয়েবার এই প্রতিযোগিতায় দুর্দান্ত ফর্মে ছিলেন। তিনি দ্বিতীয় রাউন্ডে ৮৬.১২ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে প্রথমস্থান নিশ্চিত করেন। এর আগেও দোহা ডায়মন্ড লিগ-এ তিনি নীরজকে হারিয়ে শীর্ষে ছিলেন। তাঁর এই ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে বিশ্ব জ্যাভেলিন থ্রো-এর অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

নীরজ চোপড়া ২০২৫ সালের শুরুটা দারুণভাবে করেছেন। গত এপ্রিলে দক্ষিণ আফ্রিকার পচ ইনভিটেশনাল মিটে তিনি ৮৪.৫২ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে জয়লাভ করেন। এরপর দোহা ডায়মন্ড লিগে তিনি নিজের ব্যক্তিগত সেরা রেকর্ড ভেঙে নতুন জাতীয় রেকর্ড গড়েন। সেখানে তিনি ৯০ মিটার বাধা অতিক্রম করে প্রথম ভারতীয়, তৃতীয় এশিয়ান এবং বিশ্বের ২৫তম ক্রীড়াবিদ হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। এই রেকর্ডের আগে এশিয়া থেকে কেবল পাকিস্তানের অলিম্পিক চ্যাম্পিয়ন আরশাদ নাদিম (৯২.৯৭ মিটার) এবং চাইনিজ তাইপেইয়ের চাও-ত্সুন চেং (৯১.৩৬ মিটার) এই মাইলফলক স্পর্শ করেছিলেন।

আগামী ম্যাচে কী আশা করা যায়?

নীরজ চোপড়াকে এরপর দেখা যাবে ২৪ জুন চেক রিপাবলিকের ওস্ত্রাভা গোল্ডেন স্পাইক প্রতিযোগিতায়। এই ইভেন্টে তিনি আবারও তাঁর সেরা পারফরম্যান্স দিয়ে ভক্তদের মুগ্ধ করতে প্রস্তুত। তিনি কী ফের একবার ৯০ মিটার বাধা আবারও অতিক্রম করবেন, নাকি নতুন রেকর্ড গড়বেন? এটাই এখন সবার মনে প্রশ্ন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিরাট সুখবর টিম ইন্ডিয়ার, ছয় বছর বাদে ODI ব়্যাঙ্কিংয়ের ১ নম্বরে স্মৃতি মান্ধানা

বেটিং অ্যাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ইডির, নজরে হরভজন, যুবরাজ, রায়নারা

ক্রিকেট ইতিহাসে প্রথমবার এক ম্যাচে ৩টি সুপার ওভার, কোন ম্যাচে ঘটল এমন বেনজির ঘটনা?

৫ বলে ৫ উইকেট, নয়া কীর্তি গড়লেন লখনউয়ের স্পিনার দিগবেশ রাঠি

আইপিএলে দল পাননি, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ‘অবজ্ঞার’ জবাব ক্যারিবীয় ক্রিকেটারের

ফের মুখোমুখি ভারত পাকিস্তান! ২২ গজের মহাযুদ্ধে কে মাত দেবে?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ