এই মুহূর্তে




ভারতের বিরুদ্ধে দল ঘোষণা অস্ট্রেলিয়ার, তিন বছর পর সুযোগ পেলেন স্টার্ক

নিজস্ব প্রতিনিধি: ঘরের মাঠে ভারতের (India) বিরুদ্ধে খেলতে নামবে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজ পার্থে আগামী ১৯ অক্টোবর থেকে শুরু। তার আগেই দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজে (ODI Series) খেলতে নামার আগেই বড় ধাক্কা খেল ক্যাঙ্গারুরা। বাদ গিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। নেপথ্যে কোমরের চোট। তাঁর জায়গায় নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মিচেল মার্শের কাঁধে। এই বাঁহাতি পেসার গত বছর নভেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের পর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে। এই সিরিজে প্রথম দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

এক নজরে দেখে নিন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড (প্রথম দুই ম্যাচ)
১. মিচেল মার্শ (অধিনায়ক)
২. শন অ্যাবোট
৩. হ্যাভিয়ের বার্টলেট
৪. টিম ডেভিড
৫. বেন ডওয়ারশুইস
৬. নাথান এলিস
৭. জশ হ্যাজলউড
৮. ট্র্যাভিস হেড
৯. জশ ইংলিশ (উইকেটকিপার)
১০. ম্যাথু কুনেমান
১১. মিচেল ওয়েন
১২. ম্যাথু শর্ট
১৩. মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জ্যাম্পা

এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন লাবুশেনে। অন্যদিকে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে ম্যাচ থাকায় পার্থে উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি প্রথম ওয়ানডেটি খেলতে পারবেন না । কামিন্সের অনুপস্থিতিতে দলে ফিরেছেন পুরনো মুখ কুইন্সল্যান্ডের ব্যাটার ম্যাথু রেনশ। ২৯ বছর বয়সি এই ক্রিকেটার শেষবার অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছিলেন ২০২২ সালে, পাকিস্তান সফরে। জানিয়ে রাখা ভাল, ভারতকে চাপে ফেলতে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ নিয়ে অভিজ্ঞ মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড নেতৃত্ব দেবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রোহিত-কোহলির ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে নীরবতা ভাঙলেন ‘ক্যাপ্টেন’ গিল, বললেন…

হারের প্রতিশোধ, ১৪ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

৫ কোটি মুক্তিপণ চেয়ে রিঙ্কু সিংয়ের কাছে এল দাউদ গ্যাংয়ের হুমকি, কিন্তু কেন?

আজ শিল্ডের প্রথম ম্যাচে মুখোমুখি গোকুলাম এফসি-মোহনবাগান, কেমন হবে দুই দলের স্কোয়াড?

অস্ট্রেলিয়ায় ওয়ানডে থেকে বাদ প্রসঙ্গে নীরবতা ভাঙলেন শামি, মুখ খুললেন রোহিত-গিল বিতর্ক নিয়েও

হাজার গোল না করে বুট তুলে রাখবেন না, জানিয়ে দিলেন সিআর সেভেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ