-273ºc,
Friday, 2nd June, 2023 9:03 pm
নিজস্ব প্রতিনিধি: ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে আন্দোলন করছেন বজরং পুনিয়া, স্বাক্ষী মালিক, ভিনেশ ফোগতরা। এবার সেই আন্দোলনকে সমর্থন জানালেন, জাপানের হয়ে দু বার অলিম্পিক পদক জয়ী খেলোয়াড় রিসাকো কাওয়াই। ফলে বজরং-ভিনেশদের আন্দেলান দেশের মাটি ছাড়িয়ে ছড়িয়ে পড়ল বিদেশের মাটিতেও।
উল্লেখ্য, কুস্তি ফেডারেশন-এর বর্তমান চেয়ারম্যান ও বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ-সিং এর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে দিল্লির যন্তর-মন্তরে আন্দোলেন সামিল হল জাতীয় কুস্তিগীররা। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে তাঁরা এই দাবিতে অনড় থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
কুস্তিগীর আন্দোলন থামাতে পুলিশকে লাঠি চার্জ পর্যন্ত করতে হয়েছে। এই ঘটনায় নিগৃহত হয়েছেন অনেকেই। তবুও নিজেদের দাবিতে অনড় থেকেছেন আন্দোলনরত কুস্তিগীররা। রাজনৈতিক নেতাদের পাশাপাশি, তাঁদের সমর্থন জানিয়েছেন দেশের বিভিন্ন খেলোয়াড়রাও।
এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। জাপানের রিসাকো কাওয়াই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি তাঁর সমর্থনের বার্তা দিয়েছেন বজরং-স্বাক্ষিদের উদ্দেশে। এর ফলে বজরংদের আন্দোলন আন্তর্জাতিক ক্ষেত্রে একটা আলাদা মাত্রা পাবে বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞই।
ইতিমধ্যেই এই আন্দোলনের জল গড়িয়েছে দেশের শীর্ষ আদালত পর্যন্ত। শীর্ষ আদালতের রায়ের দিকেই তাকিয়ে রয়েছেন আন্দোলনরত কুস্তিগীররা। তাঁদের আশা, তাঁরা যে ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে যন্তর-মন্তরের সামনে আন্দোলনে সামিল হয়েছেন, সেটা অত্যন্ত স্পর্শকাতর একটি ইস্যু। এবং যেখানে জড়িয়ে আছে আমাদের দেশের মহিলা খেলোয়াড়দের নীরপত্তার ব্যাপার। কাজেই শীর্ষ আদালত হয়তো তাঁদের পক্ষেই রায় দেবে। এখন দেখা যাক শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ব্রিজভূষণ ইস্যুতে কি সিদ্ধান্ত গ্রহণ করে।