-273ºc,
Friday, 9th June, 2023 2:24 am
নিজস্ব প্রতিনিধি: আইপিএল (IPL) এর ম্যাচে খেলার জন্য ছাড় দেওয়া হল না সাকিব আল হাসান (Shakib Al Hasan) ও লিটন দাসকে (Liton Das)। আগামী ৪ এপ্রিল আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ (Bangladesh)। সেই ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে যে দল ঘোষণা করা হয়েছে সেখানে রাখা হয়েছে এই দুই ক্রিকেটারকে। যার ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আপাতত বাইশ গজে নামতে পারবেন না তাঁরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী ৪ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। একমাত্র টেস্ট ম্যাচের জন্য ইতিমধ্যে ১৪ জনের দল ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও মাহমুদুল হাসান।
অন্যদিকে আয়ারল্যান্ড টেস্ট দিয়ে দলে ফিরছেন তামিম ইকবাল, সাদমান ইসলাম, শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। চোটের কারণে ভারত সিরিজে খেলতে পারেননি ওপেনার তামিম ইকবাল। বাদ পড়েছেন ইয়াসির আলী, জাকির হাসান, রেজাউর রহমান, নাসুম আহমেদ ও নুরুল হাসান। বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘আমরা টেস্টে সব সময় নুরুল হাসানকে বিবেচনা করি। এবার ঘরের মাঠে খেলা, তাই সংখ্যাটা বড় করার প্রয়োজন হয়নি। এই জন্যই আমরা ১৪ জনের দল দিয়েছি। নিয়মিতরাও চোট থেকে সুস্থ হয়ে ফিরেছে।’