এই মুহূর্তে




সানরাইজার্স হায়দরাবাদের মালিকানা হাতছাড়া হতে চলেছে, নয়া সঙ্কটে কাব্যা মারান




নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই আইপিএল টিম সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা মারানের বিয়ে নিয়ে গুজব উঠেছিল। জানা গিয়েছিল, দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন কাব্যা। যা রটা মাত্রই কোটি কোটি পুরুষের হৃদয় ভেঙে যায়। কেননা SRH-এর মালকিন কাব্যা মারানকে বিয়ে করতে চান না এমন কেউ নেই! কিন্তু খবরটি এক্কেবারে মিথ্যা। কাব্যা নিজেই বিয়ের গুজব উড়িয়ে দিয়েছেন। তবে কিছুদিন ধরেই কাব্যার পরিবারের মধ্যে বড় বিরোধ চলছে। তাই সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারানের ঝামেলা আরও বাড়তে পারে। কেননা কাব্যার বাবা কলানিধি মারান দক্ষিণ ভারতের বড় মিডিয়া সংস্থা সান নেটওয়ার্কের মালিক। তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তুলেছেন তাঁর ভাই এবং প্রাক্তন সাংসদ দয়ানিধি মারান। বিরোধটি হল সান নেটওয়ার্কের শেয়ারহোল্ডিং নিয়ে।

জানা গিয়েছে, ২০০৩ সালের আগে, মারান পরিবার এবং করুণানিধি পরিবারের এই কোম্পানিতে সমান শেয়ারহোল্ডিং ছিল, কিন্তু ২০০৩ সালের পরে পরিস্থিতি বদলে যায়। এরপরেই অভিযোগ তোলা হয় যে, সান ডিরেক্ট টিভি, সান পিকচার্স, এফএম চ্যানেল এমনকী আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) এর মতো একাধিক সংস্থা কোম্পানির তহবিলের টাকা অপব্যবহার করে প্রতিষ্ঠিত হয়েছিল। এখন যদি আদালত সিদ্ধান্ত নেয় যে (২০০৩ সালের) পুরনো শেয়ার প্যাটার্ন পুনরুদ্ধার করা উচিত, তাহলে সান নেটওয়ার্কের মালিকানা পরিবর্তন হতে পারে। যার প্রভাব আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের উপরও পড়তে পারে। এমন পরিস্থিতিতে, ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI হস্তক্ষেপ করতে পারে। এবং সান টিভির মালিকানাধীন SRH দলটি বিক্রি করতে হতে পারে।

যদি এটি ঘটে, তাহলে পরের বছর থেকে আর SRH দলের মালিক থাকবেন না কাব্যা, সুতরাং তাঁকে মাঠেও আর দেখা যাবে না। যদি এই বিরোধের দ্রুত সমাধান না করা হয়, তাহলে এটি SRH ভক্তদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। ২০২৫-এর আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের পারফরমেন্স খুবই খারাপ ছিল। মোট ১৪টি আইপিএল ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ৬টিতে জয়ী হয়েছে, ৭টিতে পরাজিত হয়েছে। কাব্যা মারান এই মরশুমে হেনরিখ ক্লাসেন (২৩ কোটি), প্যাট কামিন্স (১৮ কোটি), ট্র্যাভিস হেড (১৪ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), নীতীশ কুমার রেড্ডি (৬ কোটি)-তে কিনেছিলেন। কিন্তু ২০২৩-এর তুলনায় এই খেলোয়াড়দের পারফরমেন্স প্রত্যাশা অনুযায়ী ছিল না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

WCL 2025 বিতর্কের মধ্যেই পাকিস্তানি রেস্তোরাঁয় হরভজন, ভাইরাল ভিডিও

শেষমুহূর্তে হরভজন, শিখর ধাওয়ানদের আপত্তিতে বাতিল ভারত-পাকিস্তান ম্যাচ, ক্ষমা চাইল WCL

জোড়া গোল করে মায়ামিকে জেতালেন মেসি, টপকে গেলেন রোনাল্ডোকে

বিশ বাঁও জলে এশিয়া কাপ, ঢাকার বৈঠক বয়কট শ্রীলঙ্কা-সহ আরও ৩ বোর্ডের

মাত্র ৫৮ রান প্রয়োজন, তাহলেই গ্যারি সোবার্সের মতো জাদেজাও ‘স্যার’

১১ কোটি টাকা! রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দামি মহিলা ফুটবলার হলেন অলিভিয়া স্মিথ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ