এই মুহূর্তে




বিধ্বংসী প্যাট কামিন্স, ১৩৮ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা




নিজস্ব প্রতিনিধি, লন্ডন: কাগিসো রাবাডার আগুনে বোলিংয়ে ২১২ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। টেস্ট বিশ্বকাপ ফাইনালের দ্বিতীয় দিনে অজি অধিনায়ক প্যাট কামিন্সের বিধ্বংসী বোলিংয়ে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দক্ষিণ আফ্রিকার বাটিং অর্ডার। ১৩৮ রানেই গুটিয়ে গেল প্রোটিয়ারা। ২৮ রান খরচ করে ৬ উইকেট নিয়েছেন কামিন্স। টেস্টে ৩০০ উইকেট হল তাঁর। প্রথম ইনিংসে ৭৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে অজিরা।

বুধবার (১১ জুন) লর্ডসে টেস্ট বিশ্বকাপ ফাইনালের প্রথম দিনেই অস্ট্রেলিয়ার দুই পেসার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের বল সামলাতে হিমশিম খেয়েছিল প্রোটিয়ারা। ৩০ রানেই চার উইকেট খুঁইয়ে রীতিমতো বিপর্যয়ের মুখে পড়েছিল। তবে পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা চালান প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ও ডেভিড বেডিংহ্যাম। বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে দুজনে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ান। শেষ পর্যন্ত বাভুমাকে (৩৬) ফিরিয়ে ৬৪ রানের জুটি ভেঙে দক্ষিণ আফ্রিকাকে জোর ধাক্কা দেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

প্রোটিয়া অধিনায়ক ফেরার পরে একা কুম্ভ হয়ে দাঁড়িয়ে দলকে টেনে নিয়ে যান বেডিংহ্যাম। তাঁকে খানিকটা সঙ্গত করেন কাইল ভেরেইনি। ষষ্ঠ উইকেটে দুজনে ৩২ রান যোগ করেন। ৫২তম ওভারে বল করতে এসে দক্ষিণ আফ্রিকাকে জোড়া ধাক্কা দেন কামিন্স। তৃতীয় বলে ফিরিয়ে দেন ভেরেইনিকে (১৩) ও শেষ বলে মার্কো জানসেনকে। একা লড়াই চালাতে থাকেন বেডিংহ্যাম। তবে লাভ হয়নি। ৪৫ রানের মাথায় তাঁকে আউট করেন কামিন্স। তার পরে দু’ওভারও টিকতে পারেনি দল। শেষ উইকেটও নেন কামিন্স। সাত রান করে রানআউট হয়ে সাজঘরে ফেরেন কেশব মহারাজ। পরের ওভারে কাগিসো রাবাডাকে (১) ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৩৮ রানে গুটিয়ে দেন কামিন্স।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগ্রাসী সেলিব্রেশনের জন্য এমবাপে-সহ তিন রিয়াল তারকাকে শাস্তি দিল উয়েফা

৫৩ তম জন্মদিন, লন্ডনে স্ত্রী ডোনার সঙ্গে কেক কাটলেন সৌরভ

ডুরান্ডে প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের খেলা কবে?

ভারতের কাছে হার হজম নয়! লর্ডস টেস্টের আগে আরও এক পেসার নিচ্ছে ইংল্যান্ড

‘হিংসা করো না’, সম্পর্কে চহল সিলমোহর দিতেই ধনশ্রীকে খোঁচা আরজে মহাভেশের

ICC-র নতুন সিইও সংযোগ গুপ্ত, অস্ট্রেলিয়ানকে সরিয়ে ক্রিকেটের শীর্ষ পদে আরও এক ভারতীয়

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ