এই মুহূর্তে




প্রতিদিন ১ লক্ষ দর্শনার্থী আসতে পারবেন দুর্গা অঙ্গনে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি : ১৭.২৮ একর জমির ওপরে তৈরি করা হচ্ছে দুর্গা অঙ্গন। বাংলার মুকুটে আরও একটি পালক। প্রতিদিন এখানে ১ লক্ষ মানুষ আসতে পারবেন। নিউটাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাসের অনুষ্ঠানে এমন কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনুমানিক ২৬২ কোটি টাকা ব্যায়ে তৈরি হতে চলেছে এই দুর্গা অঙ্গন।

তাঁর কথায়, প্রতিদিনই খোলা থাকবে দুর্গা অঙ্গন। পূজা অর্চনার ব্যবস্থা থাকবে এখানে। ভালো কাজের জন্য মায়ের পুজো করে নিতে হয়। বাংলার সকলের কাছে ঐতিহাসিক দিন। ইউনেস্কোর কাছে থেকে সম্মান জানানো হয়েছে। তাকে সংরক্ষিত রাখতে এটি তৈরি করা হচ্ছে। ৩৬৫ দিন খোলা থাকবে এটি। প্রতিদিন হাজার হাজার মানুষ আসবে। আগে একটি জমি ঠিক ছিল। সেখানে ১২ একর ছিল। বড় কিছু করতে হলে অনেক কিছু রাখতে হয়, তারজন্য ১৭.২৮ একর জায়গা নিয়ে তৈরি হচ্ছে দুর্গা অঙ্গন।

মুখ্যমন্ত্রী বলেছেন, বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে পরিচিত হবে। এটি করতে পেরে গর্বিত। ধর্ম যার যার, উৎসব সবার। এই অনুষ্ঠানে হাজির রয়েছেন সব ধর্মের মানুষ। মঞ্চে রয়েছেন হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রীষ্টান সহ সব সম্প্রদায়ের মানুষ। ৩৬৫ দিন মা দুর্গার পুজো হবে। নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা যাবে প্রতিদিন। এই দুর্গা অঙ্গন ঘিরে কর্মসংস্থান হবে। জগন্নাথ মন্দির যাঁরা তৈরি করেছেন, তাঁরাই তৈরি করেবেন এই দুর্গা অঙ্গন। ১ হাজার লোক একসঙ্গে বসতে পারবে মন্দির চত্বরে। ১০০৮টি স্তম্ভ তৈরি করা হবে। মূলে গর্ভগৃহের উচ্চতা হবে ৫৪ মিটার। ১০৮টি দেব দেবীর মূর্তি ও ৬৪ সিংহমূর্তি বসানো হবে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দক্ষিণবঙ্গে হাড়কাঁপানো ঠাণ্ডা, বছর শেষে আর কতটা নামবে তাপমাত্রা?

কলকাতায় মেঘলা আকাশ , হালকা কুয়াশা আর কনকনে ঠান্ডা আপাতত ৪৮ ঘণ্টা ব্যাটিং করবে

শহরে ৩ দিনের সফরে পা রেখেই সল্টলেকে কোর কমিটির সঙ্গে বৈঠকে অমিত শাহ

বর্ষবরণের রাতে ঘরে ফেরার চিন্তা দূর করতে অতিরিক্ত মেট্রো চলবে শহরে

অন্তঃস্বত্তা মহিলা ও ৮৫ ঊর্ধ্ব সহ অসুস্থদের ডাকা যাবে না শুনানিতে , নির্দেশ কমিশনের

ময়দান স্টেশনে আপ লাইনে মেট্রোর সামনে ঝাঁপ, ব্যাহত পরিষেবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ