এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

তৃণমূলের পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটির নজরে ৫০ বিধায়ক

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বার বার দলীয় বিধায়কদের বার্তা দিচ্ছেন রাজ্য বিধানসভায়(West Bengal State Legislative Assembly) অধিবেশন থাকলে সেখানে বেশি করে সময় দিতে। প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার পাশাপাশি তাঁদের বিভিন্ন বিতর্কে অংশ নোট বলা হচ্ছে দলের তরফেও। এমনকি কড়া নির্দেশ দেওয়া আছে গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন ও বিল পাশের দিন তাঁরা যেন সকলে উপস্থিত থাকেন। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বার বার সেই অনুপস্থিতির সংখ্যা দলের নেতৃত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। গত বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় ‘বাংলা দিবস’(Bengal Day) নির্ধারণ এবং রাজ্য সঙ্গীত নির্ধারণের তারিখ আগে থেকেই দলের সব বিধায়ককে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই দিন পর্যন্ত বায়রন বিশ্বাসকে নিয়ে সরকারি ভাবে তৃণমূলের বিধায়কের(TMC MLA) সংখ্যা ছিল ২১৭জন। অথচ সেদিন ওই দুই প্রস্তাবের ওপর ভোট দেওয়ার ক্ষেত্রে উপস্থিত ছিলেন ১৬৭জন। অর্থাৎ অনুপস্থিত তৃণমূল বিধায়কের সংখ্যা ৫০জন। এই অর্ধ শতক দলীয় বিধায়ক সেদিন কেন হাজিরা ছিলেন না সেটাই এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে খতিয়ে দেখার পথে হাঁটা দিচ্ছে তৃণমূলের পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটি(Disciplinary Committee of the Assembly Party)।

জোড়াফুল শিবির সূত্রে জানা গিয়েছে, গত ৭ তারিখ যে রাজ্য বিধানসভায় ‘বাংলা দিবস’ নির্ধারণ এবং রাজ্য সঙ্গীত নির্ধারণের ওপর প্রস্তাব আনা হবে সেটা দলের সব বিধায়ককে কয়েক দিন আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও কেন সেইদিন দলের ৫০জন বিধায়ক অধিবেশনে অনুপস্থিত থাকলেন সেটাই এখন খতিয়ে দেখতে চাইছে তৃণমূল। কেন তাঁরা সেদিন বিধানসভায় হাজির থাকতে পারলেন না? কী কারণে তাঁরা অনুপস্থিত থাকলেন? কাউকে জানিয়ে ছুটি নিয়েছেন কি না?— এসসব প্রশ্নের উত্তর খুঁজবে তৃণমূলের পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটি। কোনও বিধায়ক ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকলে, তাঁকে চিহ্নিত করে ‘কড়া কথা’ শুনিয়ে দেওয়া হবে বলে সূত্রের খবর। ওই বিধায়ককে সংযত হতে বলা হবে। নতুবা আগামীদিন দল তাঁর বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে সেটাও জানিয়ে দেবে শৃঙ্খলারক্ষা কমিটি। তৃণমূল পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় জানিছেন, ‘খুব শীঘ্রই কমিটির বৈঠক ডাকব। ওই বৈঠকে বাংলা দিবস প্রস্তাবের দিন বিধানসভায় উপস্থিতির হার নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিধায়কদের হাজিরা খাতা খতিয়ে দেখবে কমিটি।’

উল্লেখ্য, গত ১ আগস্ট রাজ্য বিধানসভায় উপস্থিত থেকে এক বৈঠকে তৃণমূলের পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটি তৈরি করে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বিধায়কদের উপস্থিতি, বক্তব্য রাখা, আচরণ সহ একাধিক বিষয় পর্যালোচনা করবে এই কমিটি। যার চেয়ারম্যান হিসেবে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মমতা ওই কমিটিতে রেখেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য ও বীরবাহা হাঁসদাকে। তাঁরাই আলোচনা করে বিধায়কদের উপস্থিতি সংক্রান্ত বিষয়টি দেখবেন। ফলে বৃহস্পতিবার যে ৫০ জন তৃণমূল বিধায়ক ভোট দানে অনুপস্থিত ছিলেন, তাঁদের নামের একটি তালিকায় তৈরি হতে চলেছে। তৃণমূলের তরফে দলের সব বিধায়ককে এই বিষয়ে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল। ওই ঐতিহাসিক দিনে দলের সব বিধায়কদের রাজ্য বিধানসভায় উপস্থিত থাকাটা যে একান্ত কর্তব্য সেটাও জানিয়ে দেওয়া হয়েছিল। এমনকি এটাও জানিয়ে দেওয়া হয়েছিল ওই পর্বে স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। তারপরও ৫০জন বিধায়ক সেটা নিয়ে কোনও গুরুত্বই দেখালেন না! এখন এরাই চলে এসেছেন আতস কাঁচের নীচে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাঁইবাড়ির শহরে আজ হাঁটবেন মমতা, জনস্রোতের অপেক্ষায় জি টি রোড

তারাশঙ্করের হাঁসুলি বাঁকের মাটিতেই আজ সভা মমতার

শান্তিপুরে অবসরপ্রাপ্ত বৃদ্ধের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের তমলুক থানায়

ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএমের উত্থানে সংকটে বিজেপি

স্ত্রী চলে যাওয়ার অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্বামী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর