নিজস্ব প্রতিনিধিঃ ‘নারী তোমার বয়স ৮ হোক বা ৮০, তোমায় উপভোগ করতে ভালোবাসি’। প্রচলিত বাক্যটি যেন বর্তমান সমাজের প্রেক্ষিতে হুবহু মিলে যায়। তেমনই এক ঘটনা প্রকাশ্যে এল। ঘুমন্ত অবস্থায় পক্ষাঘাতগ্রস্ত এক ৯০ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল ২০ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত যুবক। নির্যাতিতা বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা।
নির্যাতিতার বৃদ্ধা নিজের ঘরে একাই ঘুমোন।গত বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর)রাতেও একাই ছিলেন। এক প্রতিবেশী যুবক গভীর রাতে বৃদ্ধার ঘরে ঢোকে। বৃদ্ধাকে ধর্ষণ করে। চিৎকার করতে শুরু করেন বৃদ্ধা। বৃদ্ধার বড় ছেলে দৌড়ে গিয়ে মায়ের ঘরে ওই যুবককে বিবস্ত্র অবস্থায় দেখেন বলেই অভিযোগ নির্যাতিতার পুত্রবধূর।
অভিযুক্ত যুবক বৃদ্ধার ঘরে নিজের পোশাক এবং মানি ব্যাগ ফেলে রেখে যায়। যুবককে বাড়ি থেকে গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। ধৃতকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।