এই মুহূর্তে




কচুরি খেতে গিয়ে গাড়ি রাখা নিয়ে বচসা! ইছাপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সামান্য কচুরি যে প্রাণ কেড়ে নিতে পারে ভুলেও কেউ ভাবেননি। উত্তর ২৪ পরগনার ইছাপুরে ভয়ানক ঘটনা। কচুরি খেতে গিয়ে গাড়ি রাখা নিয়ে বচসার জেরে প্রাণ হারালেন এক যুবকের। গাড়ি রাখাকে নিয়ে বিবাদে পাশাপাশি চড়-ঘুসি মারার অভিযোগ উঠেছে সৌভিক রায় নামের এক যুবকের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

কচুরি খাওয়া নিয়ে বচসার জেরে মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে মৃত যুবকের নাম দিলীপ দাস। তিনি উত্তর ২৪ পরগনার ইছাপুর নবাবগঞ্জ বাজারপাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দিলীপ দাস দুই বন্ধুকে নিয়ে কন্টাধারে কচুরি খেতে গিয়েছিলেন। কচুরি খাওয়ার সময়ে কচুরির দোকানের উলটোদিকের একটি বাড়ির সামনে রেখেছিলেন তাঁদের চারচাকা গাড়িটি। সেই গাড়ি রাখা নিয়েই যাবতীয় সমস্যার সূত্রপাত। অভিযোগ, উঠেছে গাড়ি দেখেই ওই বাড়ির সদস্যরা গাড়ির কাঁচ ভেঙে দিয়ে দিলীপের দিকে এগিয়ে যান। দিলীপের বন্ধুরা ঘটনার প্রতিবাদ করলে সৌভিক রায় এক যুবকের সঙ্গে তাদের চরম বচসা শুরু হয়।

স্থানীয়রা বলছেন, বচসা থেকেই শুরু হয় হাতাহাতি। অভিযোগ বচসা চলাকালীন সৌভিক দিলীপকে এলোপাথাড়ি চড়, ঘুসি মারতে থাকে। তাতেই গুরুতর আহত হন দিলীপ দাস। অসুস্থ অবস্থায় তাঁকে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর দেওয়া হয় নোয়াপাড়া থানার পুলিশকে। ঘটনাস্থলে এসে পুলিশ অভিযুক্ত সৌভিক রায়কে আটক করেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

সাতসকালে জলপাইগুড়ি থেকে উঁকি ঘুমন্ত বুদ্ধের, উচ্ছ্বসিত পর্যটকেরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ