এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অসীমের হুমকি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, আধারকান্ডে বিপাকে বিজেপি

Courtesy - Google and Twitter

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে হাজার হাজার মানুষের আধার কার্ড বাতিল(Aadhar Card De-Activation) করে দেওয়ার চিঠি আসছে নিত্যদিন। সেই ঘটনার জেরে ইতিমধ্যেই জনতার আদালতে কাঠগড়ায় উঠে পড়েছে বিজেপি আর কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। বাংলার বুকে সব থেকে বেশি আধার কার্ড অচল হয়েছে যে সব জেলায় তার মধ্যে রয়েছে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও পূর্ব বর্ধমান। আবার সব থেকে বেশি আধার কার্ড বাতিলের চিঠি হাতে পেয়েছেন মতুয়ারা। তারপরেই আছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা এবং রাজবংশীরা। এই ঘটনার জেরে ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছেন বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একদিকে তিনি যেমন এই ঘটনায় আধার কার্ড বাতিল হয়ে যাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন, তেমনি বিজেপি(BJP) ও কেন্দ্র সরকারকেও নিশানা বানিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। আর তাতেই ভয় পেয়ে পিছু হটেছে গেরুয়া শিবির। গোটা বিষয়টিকে কার্যত টেকনিক্যাল ভুলের তকমা দিয়ে বাতিল আধার কার্ড ফের সক্রিয় করার কথা জানানো হয়েছে। কিন্তু আধার বাতিলের এই ঘটনা যে কোনও ‘টেকনিক্যাল ফল্ট’ নয়, গোটাটাই বিজেপির চক্রান্ত, সেটা সোশ্যাল মিডিয়াতে কার্যত নিজের ভিডিওতে বুঝিয়ে দিলেন নদিয়া জেলার হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম সরকার(Aashim Sarkar)। তাঁর সেই ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই আধার বাতিলের ঘটনায় সরব হয়ে বিজেপি ও কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়ে জানিয়েছেন, মানুষের নাগরিকত্ব কেড়ে নিতেই আধার বাতিলের পথে হেঁটেছে কেন্দ্র সরকার। লক্ষ্য বাংলায় NRC ও CAA লাগু করা। বাংলাজুড়ে Detention Camp খোলা। আর সব থেকে বেশি মানুষকে ভয় দেখিয়ে ২৪’র ভোটে তাঁদের ভোট আদায় করা। কেননা উনিশের ভোটে বিজেপি বাংলা থেকে যে ঐতিহাসিক সাফল্যের মুখ দেখেছিল তার নেপথ্যে ছিল মতুয়া ও রাজবংশী ভোট ব্যাঙ্কের সমর্থন। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছে সেই ভোট একচেটিয়া ভাবে আর ধরে রাখতে পারেনি বিজেপি। গতবছর হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনের ফল বলে দিচ্ছে, মতুয়া ও রাজবংশী ভোট ফের তৃণমূলমুখী হয়েছে। এই ঘটনা ঠেকাতেই ও আসন্ন লোকসভা নির্বাচনে মতুয়া এবং রাজবংশীদের সমর্থন পেতেই যে আধার বাতিলের ষড়যন্ত্র করা হয়েছিল সেই ঘটনা কার্যত সামনে এনে দিয়েছেন অসীম সরকার। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে অসীমকে বলতে শোনা গিয়েছে, যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাঁরা যেন বিজেপি ভিন্ন আর কাউকে ভোট না দেন। অন্য কাউকে ভোট দিলেই তাঁদের আধার কার্ড আবারও বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ আধার বাতিলের ঘটনায় বিজেপির নেতারা যে ‘টেকনিক্যাল ফল্ট’র তত্ত্ব খাড়া করেছিল তা আদতে মিথ্যা। আসল ঘটনা হল ভোট পাওয়ার লক্ষ্য মানুষকে ভয় দেখানো।

পদ্মের নেতারা আগেই বলতে শুরু করে দিয়েছিলেন যে আধার কার্ড বাতিলের ঘটনায় রাজ্যজুড়ে বিজেপি প্রতি সমর্থন কমতে চলেছে। আধার বাতিলের ঘটনায় রাজ্যের কয়েক হাজার মানুষ এখন উচ্ছেদের আশঙ্কায় ভুগছেন। আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিস আসতে শুরু করায় গেরুয়া শিবিরের নেতারাও অস্বস্তিতে পড়েছেন। নোটিস প্রাপকদের মধ্যে অধিকাংশই হিন্দু। বিজেপি এই ভোটব্যাঙ্ক এককাট্টা করার মরিয়া চেষ্টা চালাচ্ছে। সেইসময় এই নোটিস আসায় তারা বেকায়দায় পড়ে গিয়েছে। বঙ্গ বিজেপির নেতাদের দাবি, এব্যাপারে দল সম্পূর্ণ অন্ধকারে ছিল। বিষয়টি জানার পরই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেও যে তাতে লাভ খুব একটা হবে না সেটা প্রতিদিন প্রতিনিয়ত বুঝতে পারছেন বিজেপির নেতারা। আধার বাতিলের ভুক্তভোগী মানুষদের দাবি, ‘বিজেপি সরকার অনেক কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই সব কথা তাঁরা রাখেনি। উল্টে শায়েস্তা করার জন্য উঠেপড়ে লেগেছে। ওরা চেষ্টা করলেও এদেশ থেকে আমাদের বের করতে পারবে না। যারা বহু বছর আগে বাংলাদেশ থেকে এসেছিলেন তাঁদের টার্গেট করা হচ্ছে। বিজেপি ভয় দেখিয়ে ভোট আদায় করতে চাইছে। সেটা হবে না।’ আর এখন তো অসীমের দাবি কার্যত বুঝিয়ে দিচ্ছে, সবটাই বিজেপির চক্রান্ত। আর তাতে আরও বেশি বিপাকে পড়েছে গিয়েছে বিজেপি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বন্ধু কাঞ্চনকে সঙ্গে নিয়ে কেশপুরে ভোট প্রচারে দেব

ধারের টাকা ফেরত না দেওয়া নিয়ে বচসা, মা-মেয়েকে পিটিয়ে খুন

৭ দিনের মধ্যে মুখোশ খুলব, টুইটে হুঁশিয়ারি অভিষেকের

‘মায়ের ঝাণ্ডার কি দাম! যে কড়াইয়ে রান্না করেন, তা মাথায় মারলে বুঝবি’

‘চলুন বদলাই, চলুন পাল্টাই’, মালদায় মমতার মুখে পরিবর্তনের ডাক

দেবাশিষের সুপ্রিম ধাক্কা, কমিশনের সিদ্ধান্তে সিলমোহর শীর্ষ আদালতের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর