এই মুহূর্তে




Flat কেনার সময়ে ক্রেতাকে CC আর PC প্রদান বাধ্যতামূলক, প্রমোটারদের নির্দেশ WBREAT’র

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরনিগম সম্প্রতি এক নির্দেশে Flat হস্তান্তরের আগে Completion Certificate বা CC আর Possession Certificate বা PC প্রদান বাধ্যতামূলক করেছে। এর জন্য যে প্রমোটার ওই Flat নির্মাণ করেছেন তিনি আবেদন জানাবেন পুরনিগমের কাছে। সেই আবেদনের ভিত্তিতে পুরনিগম ওই দুই সার্টিফিকেট ইস্যু করবে। কিন্তু রাজ্যের আর অন্য কোনও পুরসভা বা পুর নিগমের ক্ষেত্রে এই আইন কার্যকরী নেই। অথচ ২০১৬ সালের Real Estate Regulatory Act এবং রাজ্যের পুর-আইন অনুযায়ী তা বাধ্যতামূলক। এবার রাজ্যের সব পুরসভা ও পুরনিগমের ক্ষেত্রেই তা বাধ্যতামূলক করে দিল West Bengal Real Estate Appellate Tribunal বা WBREAT। সম্প্রতি একটি মামলার রায় প্রদানকালে তাঁরা এই রায় দিয়েছেন যা এবার থেকে সব প্রমোটারকে(Promoter) মেনে চলতে হবে। অর্থাৎ কোনও ফ্ল্যাট ক্রেতাকে পজেশন দেওয়ার আগে পুরসভা থেকে সেই ফ্ল্যাটের CC আর PC সংগ্রহ করে তা সেই ক্রেতার হাতে তুলে দিতে বাধ্য থাকবেন প্রমোটার। 

আরও পড়ুন, উচ্চপ্রাথমিকে ১৪ হাজার শূন্যপদে নিয়োগের বিরোধিতায় করা মামলা খারিজ সুপ্রিম কোর্টে

ঠিক কী হয়েছে? দক্ষিন শহরতলির নরেন্দ্রপুরের কুমড়োখালি এলাকায় সাদার্ন স্কাই নামে একটি আবাসনে ২০২১ সালে ফ্ল্যাটের বায়না করেন পেশায় অধ্যাপক সুদীপকুমার দে। তিন মাসের মধ্যে ফ্ল্যাট দেওয়ার কথা থাকায় তিনি বাকি টাকাও দিয়ে দেন। ফ্ল্যাট নেওয়ার পরে দেখেন, তা বসবাসের অযোগ্য। ওই আবাসনেই তাঁর বোন সুচিস্মিতা দে ৫৪ লক্ষ টাকায় একটি পার্কিং-সহ প্রায় ১২০০ বর্গফুটের একটি ফ্ল্যাট বুক করেছিলেন। ২০২২ সালের নভেম্বরের মধ্যে তিনি প্রায় ৩১ লক্ষ টাকা দিয়ে দেন। কিন্তু তার পরেই ভাইয়ের থেকে প্রজেক্টের কাজ শেষ না-হওয়া, পুরসভা থেকে Completion Certificate ও Possession Certificate না-পাওয়ার মতো একাধিক তথ্য জানার পরে তিনি বাকি টাকা দেওয়া বন্ধ করেন। তাঁর ফ্ল্যাটও হ্যান্ডওভার করেননি প্রোমোটার। অগ্যতা ফ্ল্যাট হাতে না পেয়ে দুই ভাই-বোন WBREAT’র দ্বারস্থ হন। মামলার শুনানিতে প্রোমোটারের আইনজীবী জানান, টাকা বকেয়া থাকায় ফ্ল্যাট হ্যান্ডওভার করা হয়নি। তবে বকেয়া টাকা মেটালে তাঁরা ফ্ল্যাট দিয়ে দিতে তৈরি। তাঁর আরও দাবি, অফলাইনে পুরসভা বিল্ডিং প্ল্যান পাশ করলেও এখন অনলাইনে পুরসভা থেকে ওই সব সার্টিফিকেট নিতে হয়।  

আরও পড়ুন, ডানার প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টি, উপকূলবর্তী এলাকায় রীতিমতো দাপট

মামলার শুনানি শেষে WBREAT’র বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, বিচারবিভাগীয় সদস্য গৌরসুন্দর বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনিক সদস্য সুব্রত মুখোপাধ্যায় প্রোমোটারকে নির্দেশ দিয়ে জানিয়ে দেন যত দ্রুত সম্ভব Completion Certificate ও Possession Certificate রাজপুর-সোনারপুর পুরসভার কাছ থেকে হস্তগত করে তার পরে ওই ফ্ল্যাট মালিকদের দিতে হবে। অন্যথায় মামলাকারী সুদীপকুমার দে এবং তাঁর বোন সুচিস্মিতা দে ফ্ল্যাটের জন্যে ২০২১ ও ২০২২ সালে যে টাকা দিয়েছিলেন তা ১৫ শতাংশ সুদ সমেত তাঁদের ফিরিয়ে দিতে হবে। ইতিমধ্যেই ওই দুই ভাই-বোনের দেওয়া টাকা এবং আগামী দু’মাসের সুদের টাকা ট্রাইব্যুনালের নির্দেশে প্রোমোটারকে জমা দিতে হয়েছে রেজিস্ট্রারের কাছে। বিধি অনুযায়ী, দু’মাসের মধ্যে যদি এই রায় উচ্চ আদালতে চ্যালেঞ্জ না করা হয় তা হলে সেই টাকা রেজিস্ট্রারকে তুলে দিতে হবে মামলাকারীদের হাতে। কার্যত নির্মীয়মাণ প্রজেক্ট বিক্রির পর হাতবদল করে ক্রেতাকে বিড়ম্বনায় ফেলা এবং প্রতারণার অগুন্তি অভিযোগ সামাল দিতে এই নয়া নির্দেশ দিল WBREAT।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নদিয়ায় ৫ বিঘা জমি ভাগীরথী নদীর গর্ভে তলিয়ে গেল, আতঙ্কিত এলাকাবাসী

অশালীন মেসেজ, কুপ্রস্তাব … , স্কুল শিক্ষকের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ

ট্যাব কেলেঙ্কারিতে গ্রেফতার যুবক ,মালদা জুড়ে চলছে তল্লাশি

আধাসেনার সঙ্গে থাকবে রাজ্য পুলিশ, উপনির্বাচনের আগে জানিয়ে দিল কমিশন

চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু নৈহাটির যুবকের, ঘটনার জেরে গ্রেফতার ২০

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর