এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বিস্তারক খুঁজছে বঙ্গ বিজেপি, উঠছে প্রশ্নও

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(General Election 2024) আর এক বছরও দেরি নেই। এর মধ্যেই শাহি লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে। ২৪-এ বাংলা(Bengal) থেকে চাই ৩৫জন বিজেপি সাংসদ(BJP MP)। যদিও কোন পথে সেই সংখ্যক প্রার্থী বাংলা থেকে জিতে সাংসদ হবেন সেই রহস্য এখনও সামনে আসেনি। এবার সেই ভোটের লক্ষ্যেই রাজ্যের(West Bengal) ৪২টি লোকসভা কেন্দ্রের জন্য ১জন করে বিস্তারক(Bistarak) নামাতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই মতন বঙ্গ বিজেপি(Bengal BJP) নেতৃত্ব এখন বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের জন্য ১জন করে বিস্তারকের সন্ধান শুরু করেছে। আর সেই অনুসন্ধান ও নিয়োগ বেশ কিছু প্রশ্নও তুলে দিয়েছে।

আরও পড়ুন করমণ্ডল দুর্ঘটনায় ক্ষতিপূরণ মিলবে কীভাবে, জানিয়ে দিল রেল

বিজেপিতে বিস্তারক কারা? দলের নেতাদের সঙ্গে তেমন না-ঘুরে, দলীয় কর্মসূচিতে তেমন ভাবে সামনে না-এসে বিস্তারক কোনও এলাকায় বিজেপি সমর্থক এক জন সাধারণ মানুষ হিসেবে সবার সঙ্গে মিশবেন। চায়ের দোকানে আড্ডা দিয়ে, হাটে-বাজারে ঘুরে বিজেপির হয়ে কথা বলার পাশাপাশি বিস্তারক সেই এলাকার আমজনতার মনোভাব বোঝার চেষ্টা করবেন এবং সেই ব্যাপারে পার্টিকে অবগত করবেন। দল এখন চাইছে লোকসভা ভোটের আগে বিস্তারক হিসেবে যাঁরা নিয়োগ হবেন তাঁরা নিজের বাড়ি-ঘর ছেড়ে অন্য জেলায় গিয়ে মাথার ঘাম পায়ে ফেলবেন। ভোট শেষ হলে এই বিস্তারকদের নিজের নিজের জেলায় দলের কোনও শাখা সংগঠনে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে একুশের ভোটের সময় বিজেপি বাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য ১জন করে বিস্তারক নামিয়েছিল। দল সেই ভোটে হেরে গেলেও ৭৭টি আসনে জয়ী হয়েছিল যা বাংলার রাজনীতির ইতিহাসে বিজেপির জন্য সর্বাধিক। কিন্তু প্রশ্ন উঠছে, আগেই যেখানে ২৯৪জন বিস্তারক পেয়েছিল বিজেপি সেখানে এখন কেন নতুন করে বিস্তারক খুঁজছে পদ্মশিবির? তাহলে কী একুশের ভোটযুদ্ধের বিস্তারকেরা আর কেউ কাজ করছেন না?

আরও পড়ুন কেউ একটু শনাক্ত করে দেবেন…

সেই প্রশ্নের উত্তর মিলেছে দলেরই আদি নেতাদের কাছ থেকে। সেই উত্তর কিছু কম বিস্ফোরক নয়। তাঁরা জানিয়েছেন, ২০২১-এ বিধানসভা কেন্দ্র পিছু এক জন বিস্তারককে মাঠে নামিয়েছিল বিজেপি। প্রার্থী বেছে নেওয়ার সময়েও বিস্তারকদের মতামত নেওয়া হয় গোটা দেশেই। কিন্তু ২০২১-এর বিধানসভা ভোটের ক্ষেত্রে এ রাজ্যে বিস্তারকদের অভিজ্ঞতা বিশেষ সুখকর হয়নি। দিন-রাত পরিশ্রম করে বিস্তারকদের অনেকে নিজেদের দায়িত্ব পালন করলেও ভোটের পর তাঁদের অধিকাংশকেই দল মনে রাখেনি। সেই সময়ও ওই সব বিস্তারকদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কষ্ট করলে কেষ্ট মিলবে। ভোটের পর বিস্তারকদের নিজের নিজের জেলায় দলের কোনও শাখা সংগঠনে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি রাখাই হয়নি।

আরও পড়ুন দগদগে স্মৃতি নিয়ে এখনও দাঁড়িয়ে কামরার কঙ্কাল

সেই সময় বিজেপিরই অনেক স্থানীয় নেতা থেকে সঙ্ঘের সদস্যরা এই বিস্তারকের দায়িত্ব পালন করেছিলেন। আবার একটা বড় অংশই ছিল বিজেপি সমর্থক বেকার যুবক। ভোটের পরে দল এদের খোঁজও নেয়নি। স্বাভাবিক ভাবেই এখন যখন দল লোকসভা কেন্দ্র পিছু ১জন করে বিস্তারক নামাতে চাইছে তখন আর বিস্তারক মিলছে না। বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ২৪জন বিস্তারকের তালিকা রয়েছে দলের হাতে। কিন্তু এখনও ১৮জন বিস্তারকের প্রয়োজন। সেই জন্য নতুন মুখ খোঁজা হচ্ছে। যদিও সেই বিস্তারক কবে মিলবে, আদৌ মিলবে কিনা তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেননা দলের নেতাকর্মী ও সমর্থকদের কাছেই বিশ্বাসযোগ্যতা হারিয়ে বসে আছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাষের জমি লুটের অভিযোগ শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

‘উনি কেন এখনও ফর্ম ফিলাপ করেননি?’, নাম না করে শান্তনুকে CAA খোঁচা মমতার

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মিজানুর রহমানের বিরুদ্ধে জমি হাতানোর অভিযোগ

‘এখন থেকে আমি আর মোদিবাবুর নাম নেব না, বড্ড মিথ্যে কথা বলেন’

বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করেই মৃত্যু মাধ্যমিক উত্তীর্ণ  ছাত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর