এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দুর্গাপুজো শুধু ধর্মীয় পুজোর্চনা নয়, পর্যবেক্ষণ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) দুর্গাপুজোর(Durga Puja) উদ্যোক্তাদের সঙ্গে একটি বৈঠকী সভা করেছিলেন। সেই সভা থেকেই তিনি রাজ্য সরকারের তরফে পুজো উদ্যোক্তাদের অনুদানের(State Government Puja Grant) পরিমাণ ১০ হাজার টাকা বাড়িয়ে ৭০ হাজার টাকা করার ঘোষণা করেন। সেই সঙ্গে বিদ্যুতের বিলে দুই তৃতীয়াংশ ছাড় দিয়ে মাত্র এক তৃতীয়াংশ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন। সেই দিনই মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, আদালতে এই নিয়ে এখনই হয়তো মামলা দায়ের হবে। পরে সূত্রে জানা গিয়েছিল, বঙ্গ বিজেপির(Bengal BJP) তরফে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) একটি মামলা দায়ের করা হতে পারে চলতি সপ্তাহেই। যদিও সেই মামলা এখনও দায়ের হয়নি। তবে এবার কলকাতা হাইকোর্টেরই এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ(Observation) ও রায়ের দরুণ দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারের অনুদান নিয়ে মামলা করা কঠিন হয়ে গেল।

ঠিক কী হয়েছে, ‘মানবজাতি কল্যাণ ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল নিউটাউন মেলা প্রাঙ্গণে দুর্গাপুজো করার অনুমতি না পেয়ে। সেই মামলাটি শুনানির জন্য উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টচার্যের এজলাসে। শুক্রবার সেই মামলার শুনানিতেই উঠে আসে দুর্গাপুজো নিয়ে রাজ্যের উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ এক পর্যবেক্ষণ। বিচারপতি সব্যসাচী ভট্টচার্যের পর্যবেক্ষণ, ‘দুর্গাপুজো পুজো হলেও শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, আসলে সবথেকে বড় ধর্মনিরপেক্ষ উৎসব। একথা সর্বজনবিদিত, যে দুর্গাপুজো শুধু ধর্মীয় পুজোর্চনা নয়, এটি আসলে নারী শক্তির উদযাপন। দুর্গাপুজো শুধু পুজো নয়, বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন। পুজোর্চনার থেকেও সেখানে উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দের ভাগটা অনেকটা বেশি। পুজোর থেকেও উদযাপনটাই প্রত্যক্ষ। এই সমস্ত কিছুর কারণেই দুর্গাপুজোকে শুধুই একটা সম্প্রদায়ের ধর্মীয় আচরণ বা রীতিনীতি পালন হিসেবে দেখা ঠিক হবে না, এর প্রকৃতি আদতে ধর্মনিরপেক্ষ। অতএব একে শুধু এক সম্প্রদায়ের ধর্মীয় রীতিনীতি পালন বলে দাগিয়ে দেওয়া আসলে দুর্গাপুজোর মান হ্রাস করবে।’

আদালতের এই পর্যবেক্ষণই এখন রাজ্য সরকারের কাছে অনুদান দেওয়ার ক্ষেত্রে একতা বড় হাতিয়ার হয়ে দাঁড়াল। কেননা আদালত যে যুক্তি দিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের তরফেও এতদিন সেই যুক্তিই তুলে ধরা হচ্ছিল। কিন্তু তা মানতে নারাজ ছিলেন বিরোধী দলের নেতাদের পাশাপাশি বেশ কিছু মহলও। কিন্তু এখন খাস কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ কার্যত রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর দাবিকেই মান্যতা দিয়ে দিল। এরপর যদি রাজ্য সরকারের অনুদান দেওয়া নিয়ে কেউ আদালতে মামলাও ঠোকে তাহলে রাজ্য সরকারও এবার হাইকোর্টেরই পর্যবেক্ষণ নিজেদের স্বপক্ষে তুলে ধরতে পারবে। তবে সেক্ষেত্রেও আদালত অনুদান খরচের বিষয়ে কোনও শর্তজুড়ে দিতে পারে। শর্ত জুড়ে দেওয়ার ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ কোনও বাধা হবে না বলেই আইনজীবীদের অভিমত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি, কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি’, দাবি মমতার

‘মানুষ কাঁদছে, বিজেপি হারছে, বুক দুরুদুরু করছে’, দাবি মমতার

‘অধীর চৌধুরীকে তৃণমূল বুঝিয়ে দেবে, বহরমপুর কার গড়’, দাবি নাড়ুগোপালের

সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর, মামলা শুনতে সম্মত শীর্ষ আদালত

Per Day Income ৩-৪ কোটি, শাহজাহান কাণ্ডে দাবি CBI’র

পুরুলিয়ায় তৃণমূলের জেলা পরিষদ সদস্যের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার ৩

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর