এই মুহূর্তে




ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার

নিজস্ব প্রতিনিধি: ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক সিভিক ভলেন্টিয়ারকে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে গ্রামেরই এক মহিলাকে ধর্ষণের। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা। জানা গিয়েছে, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার একই গ্রামের বাসিন্দা। এক মহিলাকে ধর্ষণের উঠেছে তার বিরুদ্ধে। নির্যাতিতা মহিলার অভিযোগ, গভীর রাতে ওই সিভিক ভলান্টিয়ার জোর করে তাঁর বাড়িতে ঢোকে। তারপর ছুরি দেখিয়ে মহিলাকে ধর্ষণ করে। মহিলা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রাণভয়ে শেষ পর্যন্ত ব্যর্থ হন।

অবশ্য এর আগে আরও একটি কাহিনী রয়েছে। দিন কয়েক আগে নির্যাতিতা ওই মহিলার একটি মোবাইল চুরি হয়েছিল। তিনি এই বিষয়ে পাইকর থানায় অভিযোগও দায়ের করেন। মহিলার অভিযোগ, মোবাইল চুরি করে সাবিরই। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে নির্যাতিতার বাড়িতে যায় ধৃত সাবির। তাঁকে অভিযোগ প্রত্যাহার করতে বলে। কিন্তু মহিলা রাজি হননি। তাতেই গলায় ছুরি ধরে মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

ধর্ষণের পর সিভিক ভলেন্টিয়ার পালাতে যায়। তখন মহিলা সুযোগ বুঝে চিৎকার শুরু করে। সেই সময় তাঁর ছেলে এসে মাকে ওই অবস্থায় দেখে সিভিককে ধরে ফেলে। এরপর মা ও ছেলে মিলে সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে রাখে। তারপর খবর দেয় পুলিশে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসে পাইকর খানার পুলিশ। তারা এসে অভিযুক্তকে দড়ি থেকে মুক্ত করে থানায় নিয়ে যায়। ওই সিভিক ভলেন্টিয়ারের নাম সাবির হোসেন। পরে লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

বর্তমান সময়ে সিভিক ভলেন্টিয়ারদের অপরাধ  দিনে দিনে বেড়ে চলেছে। আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়া ধর্ষণকাণ্ডে মূল দোষী সাব্যস্ত ব্যক্তি সঞ্জয় রায় নিজেও একজন সিভিক ভলেন্টিয়ার। পাঁশকুড়ায় এক নাবালকের আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল একজন সিভিক ভলেন্টিয়ারের। ওই নাবালককে চোর বলে সর্বসমক্ষে মারধর করে ওই সিভিক। পরে কিশোর ছাত্রটি একটি চিরকুটে চুরি না করার কথা জানিয়েছে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে। এইভাবে একের পর এক সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি সামনে আসায় নাগরিক সমাজে প্রশ্ন উঠছে যাদের উপর নিরাপত্তার ভার তারাই যদি সঠিক দায়িত্ব পালন না করে তাহলে কাদের উপর ভরসা করা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ