এই মুহূর্তে

সোনারপুরে মর্মান্তিক পথদুর্ঘটনায় পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু, গুরুতর জখম দুই দিদিও

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক খুদে পড়ুয়ার। আহত হয়েছে তাঁর দুই দিদিও। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ঘটেছে এই দুর্ঘটনাটি। বাসন্তী দেবী বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মঙ্গলবার সকালে দিদির স্কুটারে চেপে স্কুলে যাচ্ছিল । সোনারপুরের দিদিমণি স্টপেজ সংলগ্ন এলাকায় সাড়ে ১০টা নাগাদ স্কুটারটি দুর্ঘটনার সম্মুখীন হয়, এতেই প্রাণ হারায় ১১ বছরের স্মৃতি।

ব্যাটারিচালিত স্কুটারে চালক-সহ তিন জন ছিলেন বলেই জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তিন জনই মেয়ে। স্কুটারের চালক সোনারপুরের দিদিমণি স্টপেজ কাছে একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারান। তখনই স্কুটি-সমেত তিন বোন পুকুর পরে যান। দু’জনকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হলেও নাবালিকা ছাত্রীর খোঁজ মিলছিল না। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আকস্মিক এই ঘটনায় স্বাভাবিক ভাবেই নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন: ধুম ৩-স্টাইলে চুরি, পুলিশকে বোকা বানিয়ে ১৫ লক্ষ টাকার গাড়ি নিয়ে পালাল দুই চোর

পরিবার সূত্রে জানা গিয়েছে, পঞ্চম শ্রেনীর ছাত্রী স্মৃতি তারই দিদি দিশা তরফদারের ব্যাটারিচালিত স্কুটারে চেপেই স্কুলে যেত। দিশা ওই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। তাঁদের সঙ্গেই যেতেন তাঁদের এক তুতো বোন শ্রুতি তরফদার। এই তিন বোন বাসন্তী দেবী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। পুকুরে পড়ে যাওয়ার পরেই স্থানীত দ্রুত দিশা ও শ্রুতিকে জল থেকে তুলে আনলেও স্মৃতিকে খুঁজে পায়নি। ২০-২৫ মিনিট পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ ঘটনাস্থলে বিষয়টি খতিয়ে দেখছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বুধের শীতের সন্ধ্যায় ভয়ংকর আগুনে জ্বলছে কলকাতার নোনাডাঙার বস্তি

বাংলায় বিধানসভা ভোটের জন্য পর্যবেক্ষক নিয়োগ কংগ্রেস হাইকমান্ডের, কারা দায়িত্ব পেলেন?

বৃহস্পতিবারে মালদহে পরিযায়ী শ্রমিকদের সাথে মধ্যাহ্নভোজনে অভিষেক

নদিয়ার ধুবলিয়ায় দুই যাত্রিবাহী বাসের সংঘর্ষে শিশু-সহ নিহত ৩

বীরভূম ও পশ্চিম বর্ধমানে শৈত্য প্রবাহের সর্তকতা, রাজ্যে রবিবার পর্যন্ত চলবে ঠান্ডার ব্যাটিং

দলীয় কার্যালয়েই ব্রাত্য তৃণমূল কাউন্সিলর, দোকানে বসে দিচ্ছেন পরিষেবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ