এই মুহূর্তে




সাগরেই শক্তিক্ষয়ের সম্ভাবনা সম্ভাব্য ঘূর্ণিঝড়ের, বাঁচবে বাংলা




নিজস্ব প্রতিনিধি: এখনও তার জন্ম হয়নি। কিন্তু জন্মের পরে তার গতিবিধি ও মতিগতি কী হতে পারে তার একটা আগাম আভাস পাওয়া গিয়েছে প্রযুক্তির সাহায্যে। আর তাতেই কিছুটা নিশ্চিন্ত আবহাওয়াবিদরা। কেননা যতটা ভয়ের ছবি উঠে আসছিল, তা সম্ভবত দেখা যাবে না। ক্ষয়ক্ষতি কমের দিকেই থাকবে। দক্ষিণ আন্দামান সাগরে(South Andaman Sea) জন্ম হতে চলেছে এক ঘূর্ণাবর্তের। সেই ঘূর্ণাবর্ত পা রাখবে বঙ্গোপসাগরের(Bay of Bengal) বুকে নিম্নচাপ হিসাবে। তারপর ক্রমশই সে শক্তি বাড়িয়ে পরিণত হবে ঘূর্ণিঝড়ে(Cyclone)। তারপর প্রথম দিকে বেশ দ্রুত গতিতে সে এগিয়ে আসবে ওড়িশার দিকে। কিন্তু এই এগিয়ে আসার পথেই তার শক্তিক্ষয় হবে সাগরের বুকে। এমনকি মূল স্থলভূমির অনেক কাছে এগিয়ে এসেও সে স্থলভূমিতে চট করে ঢুকবে না। আর এখানেই বাংলার(Bengal) ওপর থেকে বিপদের ফাঁড়া কেটে যাবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

২০০৯ সালের মে মাসে বাংলার বুকে আছড়ে পড়েছিল সামুদ্রিক ঘূর্ণিঝড় আয়লা। তার জেরে প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছিল সুন্দরবন ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এর ঠিক ১১ বছরের মাথায় বাংলার বুকে আরও একবার হানা দেয় আরও শক্তিশালী এক ঘূর্ণিঝড় আম্ফান। ২০২০ সালের সেই ঘূর্ণিঝড়ের ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এই অবস্থায় সাগরের বুকে আরও এক ঘূর্ণিঝড় দানা বাঁধার সম্ভাবনা ফুটে ওঠায় স্বাভাবিক ভাবেই উদ্বেগ ছড়িয়েছে রাজ্যে। তবে বুধবার আবহাওয়াবিদরা জানিয়েছেন, সাগরের বুকে ঘূর্ণিঝড়ের জন্ম হলেও স্থলভাগে আসার পথেই তার শক্তিক্ষয় হবে এবং নিম্নচাপ হিসাবেই সে স্থলভাগে প্রবেশ করবে। তার জেরে ঝড়ের সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পাবে বাংলা ও ওড়িশার(Odisha) উপকূলবর্তী এলাকার মানুষজন। তাঁদের দাবি, আগামী ৬ মে দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। ৭ তারিখ তা নিম্নচাপে পরিণত হবে। তারপর থেকেই তা এগিয়ে আসতে থাকবে বঙ্গোপসাগরের বুকে। ৮ মে সকাল থেকেই তা দ্রুত শক্তিবৃদ্ধি করার পাশাপাশি উত্তর-পশ্চিম দিকে এগোতে শুরু করবে।

আগামী রবিবার রাতেই তা সুস্পষ্ট নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে। সেদিন মধ্য রাতেই তা অতিগভীর নিম্নচাপ হিসাবে পা রাখবে দক্ষিণ বঙ্গোপসাগরে। ৯ মে অর্থাৎ সোমবার সকালেই সে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। সেই সঙ্গে ক্রমশ সে এগিয়ে আসতে শুরু করবে মূল স্থলভাগের দিকে। মঙ্গলবার সকাল থেকেই এর জেরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হবে ওড়িশার কেন্দ্রপাড়া, জগৎসিংপুর, কটক, খুরদা, পুরী, নয়াগড়, গঞ্জাম ও গজপতি জেলায়। সময় যত গড়াবে বৃষ্টির তেজও তত বাড়বে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। একই সঙ্গে ওইদিন দুপুর থেকেই ঘূর্ণিঝড়ের শক্তিক্ষয় শুরু হয়ে যাবে সাগরের বুকে। বুধবার ভোরবেলার দিকে পুরীর কাছে এসে হাজির হবে ওই ঘূর্ণিঝড়। তবে তখন সে অতি গভীর নিম্নচাপ হিসাবেই অবস্থান করবে। স্থলভাগে পা রেখেই তা শক্তি হারাবে ও নিম্নচাপ হিসাবে পশ্চিম ওড়িশার দিকে চলে যাবে। এর জেরে বাংলার বুকে যে বিপদ আছড়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছিল তা কেটে যাচ্ছে। তবে এই ঘূর্ণিঝড়ের দাপটে প্রচুর জলীয়বাষ্প ও মেঘ ঢুকবে বাংলার পরিমণ্ডলে। সেক্ষেত্রে আগামি মঙ্গলবার অর্থাৎ ১০ মে থেকেই রাজ্যের দুই উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টি শুরু হয়ে যাবে। পরেরদিন অর্থাৎ ১১ মে দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে মাঝারি পাল্লার বৃষ্টি হবে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে চলবে দমকা হাওয়াও। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় উপকূলবর্তী এলাকায় থাকছে জলোচ্ছ্বাসের সম্ভাবনাও।

 আবহাওয়া বিশেষজ্ঞ রবীন্দ্র গোয়েঙ্কা জানিয়েছেন, ‘ঘূর্ণিঝড়টি আমফানের মতো শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম। ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ – ১১০ কিমি। তবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে এব্যাপারে একেবারে নিশ্চিত হওয়া সম্ভব নয়।’ তবে এই দুর্যোগের জেরে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে। তাই আগামিকালের মধ্যেই সাগরে থাকা সব মৎস্যজীবীদেরই মূল ভূখন্ডে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সাগরে মাছ ধরতে না যাওয়ার বিধিনিষেধও জারি হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিনা চিকিৎসায় মারা গিয়েছে ছেলে, বিচার চেয়ে পথে নামলেন কোন্নগরের  বিক্রমের মা

৫০ হাজার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত  ছেলে

৫০০ বছর আগে জয়নগরের বুকে মোতিলাল পরিবারে পুজোর সূচনা

তিন শতাব্দী পার করা রামপুরহাটের মণ্ডল বাড়ির পুজো

শুধু নয় সিংহ, দেবীর সঙ্গে থাকে বাঘও, দিনহাটার মুস্তাফি পরিবারের পুজোয়

আসানসোলের মিঠানিতে চক্রবর্তী বাড়ির ৪০০ বছরেরও বেশি পুরাতন পুজো

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর