এই মুহূর্তে




‘ববিদা মানুষের খুব প্রিয় নেতা, তিনি নিজেকে প্রমাণ করবেন’, দাবি দেবের

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: রবির সকাল থেকেই রাজ্য পুরসভাগুলিতে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। একযোগে তাঁরা ১২ জায়গায় হানা দিয়েছে। তাঁদের মধ্যে আছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও(Firhad Hakim)। তাঁর বাড়িতে এখন তল্লাশি চালানোর পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে জানা গিয়েছে সূত্রে। একই সঙ্গে তাঁর বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। এই অবস্থায় ফিরহাদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কার্যকলাপ ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বাংলা সিনেমার নায়ক তথা তৃণমূল(TMC) সাংসদ দীপক অধিকারী ওরফে দেব(Dev)। এদিন এই তারকা পশ্চিম মেদিনীপুর জেলার তাঁর নিজ সংসদীয় কেন্দ্র ঘাটালে গিয়েছিলেন বন্যা পরিদর্শন করতে। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নিশানা বানান CBI-কে।

ঠিক কী জানিয়েছেন দেব? এদিন দেব ফিরহাদের বাড়িতে CBI হানাদারি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘রাজনৈতিকভাবে ক্ষমতার অপব্যবহার খারাপ। প্রতিদিন বিরোধীদের বাড়িতে যেভাবে অভিযান চালানো হচ্ছে তাতে খারাপ লাগছে। কেউ ভুল করে থাকলে তার শাস্তি হওয়া উচিত। কিন্তু, যদি তা রাজনৈতিক উদ্দেশ্যে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তা খারাপ। কারণ কারও কাছে ক্ষমতা সারাজীবন থাকে না। আজ যে বিষয়টি প্রতিষ্ঠিত করা হচ্ছে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাও একইভাবে বিষয়টি প্রয়োগ করার চেষ্টা করবে। গোটা বিষয়টি রাজনৈতিকভাবে হয়ে থাকলে তা সঠিক নয়। CBI-ED নিজের কাজ করবে। ববিদা মানুষের খুব প্রিয় নেতা। তিনি নিজেকে প্রমাণ করবেন।’

উল্লেখ্য, দেবের ঘাটাল পরিদর্শনের আগেই খড়ারে তাঁর নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়ে। মানুষের আপদে বিপদে পাশে পাওয়া যায় না এই তারকা সাংসদকে, এমনই অভিযোগ তুলেছিল গেরুয়া শিবিরের একাংশ। এদিন সেই অভিযোগেরও জবাব দিয়েছেন দেব। জানিয়েছেন, ‘আসলে ওরা(BJP) জানত আমি আজ আসব। আজ থেকে এক মাস আগে লাগালে না হয় বুঝতাম। যে টাকা ওরা এতে খরচ করেছে তা দিয়ে গরিব মানুষকে সাহায্য করতে পারত। সমস্ত রাজনৈতিক দলগুলির তা কর্তব্য। প্রতি মুহূর্তে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছি যাতে প্রত্যেকটি মানুষ খাবার পান, জল পান সেই চেষ্টা করছি। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে চিঠিও দিয়েছি। তৃণমূল জামানায় নদী থেকে পলি উত্তোলনের কাজ হয়েছে। সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও আগের থেকে কমেছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রবিবার রেড রোডে কার্নিভ্যাল, অতিরিক্ত সময় ৬টি মেট্রো চলবে গ্রীন ও ব্লু লাইনে

একাদশীর সন্ধ্যায় বাজে কদমতলা ঘাটে পুলিশ কমিশনার ও মেয়র, ২৫ টি নৌকা ভাড়া নিয়েছে লালবাজার

কেষ্টর হাতে রসগোল্লার হাঁড়ি, শুভ বিজয়া পালন বোলপুরে

দশমীর রাতে ঠাকুর দেখে ফেরার পথে ট্রেন থেকে পড়ে গেলেন হুগলির যুবক, তারপর…

অক্টোবর মাসেই অন্ডাল থেকে বারাণসী উড়বে বিমান, প্রকাশিত সময়সূচি

শ্রীরামপুরে মদ্যপ অবস্থায় ডিউটি করার অপরাধে ক্লোজ করা হল পুলিশ অফিসারকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ