27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:14 pm
নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি একাধিকবার শ্রমিক মহল্লায় তাণ্ডব চালিয়েছিল বুনো হাতির দল। এবারে চা বাগানের ডিরেক্টরের বাংলোয় হানা দিল হাতির (ELEPHANT) দল। বৃহস্পতিবার গভীর রাতে ডুয়ার্সের বানারহাট ব্লকের হলদিবাড়ি চা বাগানের ডিরেক্টর বাংলোতে ঢুকে পড়ে ৩০ থেকে ৩৫ টি বুনো হাতি। দাঁতালদের তাণ্ডবে ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকার। জানা গিয়েছে, বাংলোর বারান্দা সহ আসবাব সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে হাতির দল।
বৃহস্পতিবার সকালে হলদিবাড়ি চা বাগানে এক দল হাতি ঢুকে পড়েছিল। ওইদিন রেতির জঙ্গল থেকে তোতাপাড়া জঙ্গলে যাওয়ার পথে ৩০-৩৫ টি হাতি বাগানে রয়ে যায়। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড এই খবর পায়। তৎপর স্কোয়াড হাতির ওই দলটিকে ড্রাইভ করে জঙ্গলে ফেরত পাঠিয়েছিল। তারপর আবার বুনো হাতির দল ফিরে আসে রাতে। তাণ্ডব চালায় ডিরেক্টরের বাংলোতে।
জেনারেল ম্যানেজার প্রদীপ কুমার ঘোষের অভিযোগ, তাঁদের চা বাগানে প্রতিনিয়ত হাতি আসে। কিন্তু হাতির নির্দিষ্ট করিডোর হিসেবে এই এলাকা চিহ্নিত নেই। একাধিকবার এসব নিয়ে বনদফতরে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কোনও সুরাহা হয়নি। দীর্ঘদিন ধরে চা বাগানে বহু ক্ষতি করেছে হাতির দল। কিন্তু তারা আজও কোনও ক্ষতিপূরন পায়নি। একের পর এক হাতির দলের হানা নিয়ে যথেষ্ট আতঙ্কিত তাঁরা।
অভিযোগ প্রসঙ্গে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জ অফিসার শুভাশিস রায় বলেন, বনদফতর কাজ করে না, এই অভিযোগ ঠিক নয়। বলা হয়, বৃহস্পতিবার সকালে ওই চা বাগানে হাতির দল আসার খবর পাওয়া মাত্রই স্কোয়াড গিয়ে হাতিদের ড্রাইভ করে। রাতে ওই চা বাগানে হাতি আসার খবর পায়নি স্কোয়াড। আরও বলা হয়েছে, পেলে নিশ্চয়ই যাওয়া হতো। স্কোয়াডের পক্ষ থেকে বলা হয়েছে, আইন অনুযায়ী চা বাগানে বন্যপ্রাণী সংক্রান্ত কোনও ক্ষতিপূরণ দেওয়া হয় না৷ তাই ওঁরা তা পাননি।