-273ºc,
Friday, 9th June, 2023 4:06 am
নিজস্ব প্রতিনিধি: চালু হয়েছে রাজ্য জুড়ে ‘দুয়ারে সরকার’ (DUARE SARKAR)। প্রথম দিনেই শিবিরগুলিতে জমায়েত ছাড়িয়েছে ৫ লক্ষ। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, শুধুমাত্র ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (LAKSHMIR BHANDAR) প্রকল্পেই আবেদন জমা পড়েছে ১ লক্ষ ৩৫ হাজার। তিনি বলেন, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্যও ভালো সাড়া পড়েছে।
নবান্ন থেকে জানানো হয়েছে, প্রথম দিনে শিবির বসেছিল ১৫ হাজার ১৩২টি। এর মধ্যে মোবাইল ক্যাম্প হয়েছে ৪ হাজার ৮৭৫টি। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে মোট আবেদন জমা পড়েছে ১ লক্ষ ৭০ হাজার। স্বাস্থ্যসাথীর আবেদন জানিয়েছেন ৬০ হাজার মানুষ। ২১ হাজার জন আবেদন জানিয়েছেন বিধবা ভাতার জন্য।
উল্লেখ্য, ক্যাম্পে আবেদন জমা নেওয়া হবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত। আর পরিষেবা প্রদান করা হবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। আরও জানা গিয়েছে, আবেদনপত্র জমা নেওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হবে ভেরিফিকেশন প্রক্রিয়া। এবারে শিবির থেকে পাওয়া যাবে আরও নতুন ৪টি পরিষেবা। বিশেষ নজর দেওয়া হচ্ছে মেধাশ্রী, বিধবা ভাতা, বাংলা কৃষি সেচ যোজনার মাইক্রো ইরিগেশন প্রকল্প এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে। নবান্ন সূত্রে খবর, মোট ২ লক্ষ ক্যাম্প হবে। এর মধ্যে ২০ হাজারটি মোবাইল ক্যাম্প হবে।