এই মুহূর্তে




আকাশে বিদ্যুতের ঝলকানি, বৃহস্পতির দুপুরে ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়

courtesy: Google

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবারের সকালটা শুরু হয়েছিল রোদ্দুর দিয়ে। তারপর দুপুর হতেই আকাশে ঘনিয়ে এল কাল মেঘ। নামল ঝমঝমিয়ে বৃষ্টি। সঙ্গে গুড়ুম গুড়ুম শব্দে বজ্রপাত। কলকাতায় ঝেঁপে বৃষ্টি নেমেছে। ধর্মতলা থেকে সেক্টর থ্রি- চারদিক বৃষ্টিতে হয়ে রয়েছে ধোয়াশা স্বরূপ। বৃষ্টির বেগ এতটাই বেশি যে দশ হাত দূরের দৃশ্যও স্পষ্ট দেখা যাচ্ছে না। কলকাতার একাধিক এলাকায় বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। বুধবারই আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই পূর্বাভাস সত্যি হল সর্বাংশে।

এদিকে বৃহস্পতিবার বৃষ্টি শুরু হতেই কলকাতার বিভিন্ন রাস্তা যানজটপূর্ণ হয়ে ওঠে। তুমুল বৃষ্টিতে ঝাপসা হয়ে গিয়েছে চারপাশ। বেশ কিছুক্ষণ টানা বৃষ্টি হয়েছে। তারপর ধীরে ধীরে কমেছে বৃষ্টির বেগ। তবে বেগ কমলেও বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়নি। এই বৃষ্টি যে মান্থার পরোক্ষ প্রভাব তা বলার অপেক্ষা রাখে না।  মান্থার ঝাপটায় বুধবারও প্রবল বৃষ্টি হয়েছিল কলকাতায়। অল্প সময়ের জন্য হলেও প্রবল বারিধারায় সিক্ত হয়েছিল তিলোত্তমা ।  

বুধবার থেকেই শক্তি হারাচ্ছিল মান্থা। বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই ঘুর্ণিঝড় । আগামী কয়েক দিনে এটি আরও শক্তিক্ষয় করবে বলে জানা গিয়েছে। শক্তিক্ষয় হলেও দক্ষিণবঙ্গে এখনই দুর্যোগ না কাটার কথা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। কলকাতায় সেই সম্ভাবনাকে সত্যি করে বৃষ্টি হল।  

বর্তমানে মান্থা সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে দক্ষিণ ছত্তিশগঢ় এবং সংলগ্ন ওড়িশা ও তেলেঙ্গানায় অবস্থান করছে। বৃহস্পতিবারের মধ্যেই এই ঘূর্ণিঝড়টি আরও শক্তিক্ষয় করবে। ফলে গভীর নিম্নচাপ হিসেবে যেটি অবস্থান করছে সেটি পরিণত হবে সাধারণ নিম্নচাপে। ঘূর্ণিঝড় শক্তিক্ষয় করলেও মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পার্বত্য এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দফতর। ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বলা হয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি মালদা ও দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ