24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:19 am
নিজস্ব প্রতিনিধি: আগামী পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আগে নন্দীগ্রামের (Nandigram) মানুষের জন্য বড় ঘোষণা করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্যে সংযোগের জন্য খুব শীঘ্রই সেতু (Bridge) নির্মাণের কাজ শুরু হবে। শুক্রবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) কলকাতায় এ কথা জানিয়েছেন। তিনি জানান, খুব শীঘ্রই সরকারিভাবে এই সেতু তৈরির কথা ঘোষণা করা হবে।
উল্লেখ্য গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় নন্দীগ্রামের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন নন্দীগ্রাম-হলদিয়া সেতু নির্মাণের। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে দাঁড়িয়ে ভোটে হেরে গেলেও কথা রাখলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। খুব দ্রুত নন্দীগ্রামে সেতু তৈরির কাজ শুরু করা হবে বলে জানালেন তৃণমূলের মুখপাত্র। শুক্রবার কুণাল ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের সময় বলেছিলেন নন্দীগ্রামে তিনি বহু কাজ করবেন। এবার হলদিয়া-নন্দীগ্রাম সেতু রাজ্য তৈরি করবে। এটা ঘোষণা করা হল। সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে৷ বর্তমানে নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্য়ে যাতায়াত খুবই কষ্টকর। দীর্ঘদিনের দাবি ও চাহিদা ছিল৷ মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম-হলদিয়ায় বহু প্রতীক্ষিত সেতু উপহার দিতে চলেছেন। ডিপিআর তৈরির কাজ শুরু হল।’
তৃণমূল মুখপাত্র আরও বলেন ‘বহুদিন ধরেই এই সেতু চাইছিলেন সেখানের মানুষ৷ বিপুল রাস্তা ঘুরতে হত৷ জলযানের উপর নির্ভরশীল হতে হয়৷ এবার সেতু হলে মানচিত্র বদলে যাবে। অর্থনৈতিক অবস্থা বদলে যাবে৷ আগামিকাল, ৭ জানুয়ারি নন্দীগ্রামে শহিদ বেদীতে অনুষ্ঠান হবে। তার আগেই এই সিদ্ধান্ত নেওয়া হল। ভোটের সময় তিনি যা বলেছিলেন সেটা করে দেওয়া হচ্ছে।’ অন্যদিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে নন্দীগ্রামে এই সেতু নির্মাণের ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।