এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ভুয়ো জাতিগত শংসাপত্র ইস্যু নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) বার বার নানা সভা থেকে অভিযোগ তুলছিলেন যে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের এবং সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে হাজার হাজার মানুষকে ভুয়ো জাতিগত শংসাপত্র(Fake Caste Certificate) পাইয়ে দেওয়া হয়েছে। তা নিয়ে তিনি কলকাতা হাইকোর্টেও(Calcutta High Court) মামলা দায়ের করেন। শুভেন্দুর বার বার এই দাবির জেরে রাজ্যের প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। অন্তত তৃণমূল(TMC) সূত্রে তেমনটাই জানা গিয়েছে। আর সেই তদন্তের পরে দেখা যাচ্ছে, রাজ্যের বিরোধী দলনেতার দাবি খুব একটা অমূলক নয়। রাজ্যের সরকারকে অপদস্থ করতে খোদ সরকারি আধিকারিকদের একাংশ এবং কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে বাংলায়(Bengal) প্রায় ২৫ হাজারের বেশি ভুয়ো জাতিগত শংসাপত্র বণ্টন হয়েছে। 

নবান্ন সূত্রে জানা গিয়েছে, তদন্তে নেমে দেখা যাচ্ছে যোগ্য প্রাপক না হয়েও শংসাপত্র বাগিয়ে নিয়েছেন বহু মানুষ। এক-দু’টি ক্ষেত্রে ভুলচুক হওয়ার সুযোগ থাকলেও এত বিপুল সংখ্যায় ভুয়ো শংসাপত্র বিলির পিছনে রয়েছে সংগঠিত চক্রান্ত। আর তাই যারা এই ঘটনার পিছনে রয়েছে তাদের কাউকেই ছেড়ে কথা বলা হবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে মমতার সরকার। এমনকি ভুরি ভুরি নিদর্শনের দেখা মিলেছে যেখানে ব্রাহ্মণ ও কায়স্থ ঘরের লোকেরা যাদের পদবি বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, ভট্টাচার্য, রায়, দাস, মণ্ডল তাঁরাও SC Certificate বাগিয়ে বসে আছেন। এমনকি ঘোষ, পাল, সেন পদবির লোকেরা OBC Certificate বাগিয়ে বসে আছেন। আবার যারা SC তাঁরা ST Certificate বাগিয়ে বসে আছেন। এই ২৫ হাজার ভুয়ো শংসাপত্র প্রাপকের মধ্যে ‘মাহাত’ বা ‘মাহাতা’ পদবির প্রায় সাড়ে ৫ হাজার জন রয়েছেন। তাঁদের ST Certificate ইস্যু করা হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, শুধু বিরোধী দলনেতার অভিযোগের ভিত্তিতে নয়, মাহাত পদবির মানুষদের ST Certificate ইস্যু করার ঘটনাকে ঘিরে বড়সড় দুর্নীতির ঘটনা সামনে আসতেই ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে কিছু জায়গায় বইগা সম্প্রদায়ভুক্ত মাহাত পদবির মানুষ আছেন। তাঁরা আগে থেকেই ST হিসাবে চিহ্নিত হয়েছিলেন। তবে অধিকাংশ ক্ষেত্রে মাহাত পদবির মানুষজন অন্যান্য অনগ্রসর শ্রেণি বা OBC তালিকাভুক্ত। বইগা সম্প্রদায়ের অধিকাংশের কাছে ST Certificate আগে থেকে আছে। তাহলে নতুন করে কারা পেলেন শংসাপত্র? এই প্রশ্ন ঘিরেই শুরু হয় তদন্ত। গত শনিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর উপস্থিতিতে বৈঠকে সেই তদন্তের রিপোর্ট তুলে ধরা হয়। তখনই এর সঙ্গে জড়িত কর্মী বা আধিকারিকদের চিহ্নিত করে শোকজের নির্দেশ দেন মুখ্যসচিব।

জানা গিয়েছে, সন্তোষজনক জবাব না দিতে পারলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে পারে রাজ্য। খড়্গপুর এবং রানিগঞ্জের দুই আধিকারিকের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে খবর। এর পাশাপাশি ২৫ হাজার নামের জেলাভিত্তিক তালিকা তৈরি করে সংশ্লিষ্ট জেলাশাসকদের জানিয়ে দিয়েছেন অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের সচিব সঞ্জয় বনশল। এরা যোগ্য না হয়েও ভুয়ো জাতিগত শংসাপত্র বাগিয়ে বসে আছেন। এদের বিরুদ্ধেই জেলাশাসকদের দ্রুত কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। ‘ভুল করে’ ইস্যু হওয়া প্রতিটি শংসাপত্রের তথ্যানুসন্ধান করে তা বাতিল করতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে এই শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের নির্দেশও দেওয়া হয়েছে জেলাগুলিকে। কেননা মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুর্নীতির সঙ্গে কোনও আপোষ নয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি, কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি’, দাবি মমতার

‘মানুষ কাঁদছে, বিজেপি হারছে, বুক দুরুদুরু করছে’, দাবি মমতার

‘অধীর চৌধুরীকে তৃণমূল বুঝিয়ে দেবে, বহরমপুর কার গড়’, দাবি নাড়ুগোপালের

সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর, মামলা শুনতে সম্মত শীর্ষ আদালত

Per Day Income ৩-৪ কোটি, শাহজাহান কাণ্ডে দাবি CBI’র

পুরুলিয়ায় তৃণমূলের জেলা পরিষদ সদস্যের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার ৩

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর