এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

NRC-CAA-BSF’র বিরুদ্ধে থাকছেন মমতা, বললেন, ‘বাঘের বাচ্চার মত আছি’

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: তাঁর সভার দিকে তাকিয়ে ছিল কোচবিহার(Coachbehar)। তাকিয়ে ছিল উত্তরবঙ্গ, তাকিয়ে ছিলে সারা বাংলাই। সেই সভা থেকেই তিনি দৃপ্ত কন্ঠে জানিয়ে দিলেন, ‘বিপদে পড়লে আমি আছি, বাঘের বাচ্চার মত আছি।’ সেই বিপদের নাম NRC। বিপদের নাম CAA। বিপদের নাম BSF। আর এই তিনের বিরুদ্ধেই বাঘের বাচ্চার মতো লড়াইয়ের মাঠে ছিলেন তিনি, আছেন তিনি, থাকবেনও তিনি। বিপদে পড়লে মায়ের মতো দুইহাত দিয়ে আগলে রাখবেন তিনি। প্রয়োজনে মা দুর্গা হয়ে শত্রু নিধনেও নামবেন তিনি। কেননা তিনি যে বাংলার নিজের মেয়ে। বাংলার অগ্নিকন্যা। বাংলার ভরসা। বাংলার সাহস। মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার কোচবিহারের মাটি থেকে সেই বার্তাই দিয়ে দিলেন তিনি সারা বাংলাকেই।

কোচবিহার শহরের রাসমেলার মাঠে এদিন মুখ্যমন্ত্রী যোগ দিয়েছিলেন সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে। সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি বার্তা দিলেন NRC ও CAA’র বিরুদ্ধে তাঁর লড়াই চালাবার। বার্তা দিলেন দেশের সীমান্তরক্ষী বাহিনী BSF’র অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। বললেন, ‘ভোট আসতেই ফের ক্যা ক্যা করছে। CAA নিয়ে লাফালাফি করলে হবে না। সবাই নাগরিক। নাহলে কেউ ভোট দিতে পারতেন না। সবাই আপনারা নাগরিক তাই ভোট দিতে পারেন। নাগরিক না হলে ভোটাধিকার থাকত না। NRC নিয়ে লড়াই করেছে কে? NRC হবে না। রাজবংশী বন্ধুরা আপনারা তো ইতিমধ্যেই নাগরিক। নতুন করে ক্যা ক্যা করে চিৎকার করছে ভোটের রাজনীতির জন্য। আপনারা সবাই নাগরিক। আপনাদের সবাইকে নাগরিক হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি। সমস্ত উদ্বাস্তু করলোনীকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। ২৮ লক্ষ পরিযায়ী শ্রমিক নাম লিখিয়েছেন। তাঁরা যদি কোনও বিপদে পড়েন, তাঁদের আমরা ফিরিয়ে আনব। শুধু ভোটার লিস্টে নামটা তুলে রাখুন। কেউ NRC বলে যাতে বাদ না দিয়ে দেয়। সকলেই সব সুবিধা পায়। নাগরিক না হলে ভোট দিতে পারত? সরকারি সুবিধা পেত?’

মুখ্যমন্ত্রী এদিন নিশানা বানিয়েছেন দেশের সীমান্তরক্ষী বাহিনী BSF-কেও। বলেন, ‘BSF-র অত্যাচারে মানুষ অত্যাচারিত। অতিষ্ট। BSF সীমান্তে আলাদা Identity Card দিতে চায়। বর্ডার এরিয়ার ভিতরে ঢুকে আলাদা করে Identity Card দিতে চাইছে। নেবেন না, বলবেন আমার আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, আমি তোমার দু’নম্বরি কার্ড নেব না। ওই কার্ড যদি নেন তাহলে NRC-তে পড়ে যাবেন, আপনার সব বাদ দিয়ে দেবে। শীতলকুচির কথা মনে রয়েছে? যখন তখন গ্রামে ঢুকে গুলি করে দেয়! যেন জমিদারি পেয়ে গিয়েছে। যদি কখনও এরকম গ্রামে গ্রামে অত্যাচার করে, সঙ্গে সঙ্গে থানায় FIR করবেন। ওরা ভয় দেখিয়ে ভোট করতে চায়, এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে ভোট করতে চায়। বলে, আমাদের সঙ্গে না এলে তোর বাড়িতে ED পাঠিয়ে দেব। শীতলকুচি কেসে কীভাবে Bail পেল? আমি একমত নয়। খুনি যদি Bail পায়, মানুষ বিচার পাবে কোথা থাকে? বিজেপি করলে চোরগুলোকে ঢুকিয়ে দিচ্ছে ওয়াশিং মেশিনে। বিজেপি করলে কাদা আর আমি করলে কালা। আমি DM, SP, CS-কে বলব, যখম তখন যাকে তাকে গুলি করে মেরে দেয়। যেন জমিদারি পেয়ে গিয়েছে। গ্রামের মধ্যে ঢুকে কোনও অত্যাচার করলে সঙ্গে সঙ্গে থানায় FIR করবেন। ওরা ভয় দেখিয়ে ভোট করতে চায়। বলবেন ভয় দেখাবে না। যে কেউ কেউ খুন করবে, জামিন পেয়ে যাবে। বিজেপি করলে সাদা, আর তৃণমূল করলে কালো।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বন্ধু কাঞ্চনকে সঙ্গে নিয়ে কেশপুরে ভোট প্রচারে দেব

ধারের টাকা ফেরত না দেওয়া নিয়ে বচসা, মা-মেয়েকে পিটিয়ে খুন

৭ দিনের মধ্যে মুখোশ খুলব, টুইটে হুঁশিয়ারি অভিষেকের

‘মায়ের ঝাণ্ডার কি দাম! যে কড়াইয়ে রান্না করেন, তা মাথায় মারলে বুঝবি’

‘চলুন বদলাই, চলুন পাল্টাই’, মালদায় মমতার মুখে পরিবর্তনের ডাক

দেবাশিষের সুপ্রিম ধাক্কা, কমিশনের সিদ্ধান্তে সিলমোহর শীর্ষ আদালতের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর