এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

চা বাগানের শ্রমিকদের পাট্টা প্রদান থেকে জেলার উন্নয়ন, বার্তা মমতার

নিজস্ব প্রতিনিধি: দলের হয়ে পঞ্চায়েত ভোটের(Panchayat Election) নির্বাচনী প্রচারে বেড়িয়ে বিরোধীদের তুলোধনা করার পাশাপাশি চা বাগানের শ্রমিকদের(Tea Garden Labours) পাশে দাঁড়ালেন তৃণমূলসুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন জলপাইগুড়ি জেলার মাল ব্লকের চেকেন্দা ভাণ্ডারী মাঠে জনসভা করেন তিনি। সেই সভা থেকেই তিনি আশ্বাস প্রদানের পাশাপাশি জেলার উন্নয়ন তুলে ধরেন। একই সঙ্গে নিশানা বানান বাম(Left) ও বিজেপিকে(BJP)। শুধু তাই নয়, এদিনের সভা থেকেই তিনি ‘বাংলার মা-বোনেরাই রাজ্যের আসল শক্তি’ বলেও জানিয়েছেন। সেই সঙ্গে জানিয়েছেন, ‘কামতাপুর থেকে রাজবংশী, সকলের পাশেই আমি রয়েছি।’ জানিয়েছেন, ‘শিল্প তৈরির জন্য উত্তরবঙ্গে অর্থনৈতিক করিডর তৈরি হচ্ছে।’ তবে এদিন সবাই তাকিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের উদ্দেশ্যে কোন বার্তা দেন সেদিকেই।

আরও পড়ুন দুর্যোগের মুখে মুখ্যমন্ত্রীর কপ্টার, জরুরি অবতরণ

এদিন সেই চা শ্রমিকদের উদ্দেশ্য করেই মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি চা বাগান খোলার প্রতিশ্রুতি দিলেও পারেনি। কিন্তু তৃণমূল সরকারে আসার পর অধিকাংশ চা বাগান খুলে দেওয়া হয়েছে। আগামী দিনে আমরা চা শ্রমিকদের জমির পাট্টা দেব। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির ২৮২টি চা বাগানের ৩ লাখ চা শ্রমিককে পাকা বাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। ইতিমধ্যে ১১০০ জনের বেশি চা শ্রমিককে পাকাবাড়ি দেওয়া হয়েছে। চা শ্রমিকদের মজুরিও বৃদ্ধি করা হয়েছে। ২০২১ বিধানসভা নির্বাচন আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে তৃণমূল মাত্র ৩টি আসনে জিতেছে। বাকি আসনগুলিতে বিজেপি জিতেছে। কিন্তু ভোটের আগে এসে আমি এসে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার করার কথা বলেছিলাম। আমরা না জিতলেও এই প্রকল্পে কিন্তু এই দুই জেলাকে বাদ দেওয়া হয়নি। কারণ আজ আপনারা ভোট না দিতে পারেন, কিন্তু আগামী দিনে আমাকে নিশ্চয়ই ভোট দেবেন। এই এলাকার মানুষ ৩৪ বছরের বাম শাসন দেখেছেন। গত ১০ বছর কেন্দ্রে বিজেপির কাজও দেখছেন। কিন্তু তাঁদের জন্য কাজ করেছে তৃণমূলই। সিপিএম-বিজেপি উত্তরবঙ্গের জন্য কিচ্ছু করেনি। চা বাগানের শ্রমিকদের মজুরি এখন ৬৭টাকা থেকে বেড়ে প্রতিদিন ২৭২ টাকা হয়েছে। আমার বিশ্বাস এবার জলপাইগুড়ি-কোচবিহারের মানুষ আমাদের পাশে থাকবে।’

আরও পড়ুন মোদি চিরকাল থাকবেন না, নিরপেক্ষ হোন, BSF-কে কড়া বার্তা মমতার

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে আমরা দেখতাম না, এবার পঞ্চায়েত জেতার পর দল নজর রাখবে। কাউকে এক পয়সা দেবেন না, এসবই আপনার অধিকার। কেউ টাকা চাইলে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন। পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সর্বত্র তৃণমূল জিতবে। শান্তিতে নির্বাচন হবে, সবাই নিজের ভোট দেবে। চা বাগানের শ্রমিকদের পাট্টা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। জলপাইগুড়িতে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে। মানুষের অভিয়োগের নিষ্পত্তির জন্যই দুয়ারে সরকার, সরাসরি মুখ্যমন্ত্রী করা হয়েছে। পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সর্বত্র তৃণমূল জিতবে। প্রায় ২ মাস ধরে, অভিষেকরা, পুরো টিমরা, সারা জেলায় জেলায় ঘুরেছে, ৯৯ পারসেন্ট জায়গায় প্রার্থী ঠিক হয়েছে। ১ পার্সেন্ট আছে, চুরিও করবে, প্রার্থীও চাইবে, সেটা আমরা দিচ্ছি না। সবাই নিজের ভোট নিজে দেবেন। এখানে আপনার অধিকার, নিরাপত্তা কেউ কেড়ে নেবে না।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোট পর্বের মাঝে সিপিএমের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলল তৃণমূল

দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, জারি হল সতর্কতা

মুড়ি- ঘুগনি খাইয়ে ভোটারদের প্রভাবিত করছে বিজেপি, অভিযোগ তৃণমূলের  

সোম দুর্যোগে বাংলায় প্রাণহানী ১২জনের, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদের মাটিতে আরও একটা শীতলকুচি ঘটানোর হুমকি বিজেপি প্রার্থীর

প্রথম ২ ঘন্টায় বাংলার ৪ কেন্দ্রে পড়ল ১৫.৮৫ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর