এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

PM Kishan Sammannidhi নিয়ে বড় পদক্ষেপ মোদির

নিজস্ব প্রতিনিধি: ভোট বড় বালাই। সেই যুদ্ধে জিততে না পারলেই মসনদ হাতছাড়া হতে বেশি সময় লাগবে না। ২০২৪ এর যুদ্ধ যে বেশ কঠিন হতে চলেছে সেটা পায়ের নীচের জমি সরে যেতে দেখে বেশ ভালই বুঝতে পারছে গেরুয়া শিবির, থুড়ি বিজেপি(BJP)। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের(RSS) সমীক্ষা হোক কী দলের নিজস্ব সমীক্ষা, দুই জায়গাতেই মিলেছে বিপর্যয়ের ইঙ্গিত। এই অবস্থায় ভোট বৈতরনী পার হতে নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার আমজনতার হাতে নগদ টাকা দ্রুত পৌঁছে দেওয়াকে পাখির চোখ করেছে। সেই সূত্রেই যে সব কৃষকের নাম আছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আদার সংযুক্তিকরণ না থাকার জন্য টাকা পাচ্ছেন না, তাঁদের জন্য বড় সিদ্ধান্ত নিচ্ছে মোদি সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই সব কৃষকদের দ্রুত স্থানীয় ডাকঘরে(Post Office) আধার যুক্ত সেভিংস অ্যাকাউন্ট(Aadhar Linked Savings Account) খুলতে হবে। সেখানেই চলে আসবে PM Kishan Sammannidhi প্রকল্পের টাকা।

আরও পড়ুন দুর্ঘটনায় মৃত Sales Executive, ৯০ লক্ষ টাকার ক্ষতিপূরণের নির্দেশ লোক আদালতের

কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে সারা দেশে PM Kishan Sammannidhi প্রকল্পের টাকা পান প্রায় ১৫ কোটি কৃষক। কিন্তু এদের মধ্যে দেড় কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারের সংযুক্তিকরণ হয়নি এখনও। ওই দেড় কোটি কৃষকের মধ্যে রয়েছে বাংলার(Bengal) ৬ লক্ষ ৬০ হাজার কৃষকও। যেহেতু কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে কেবলমাত্র আধার সংযুক্তি থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কেন্দ্রীয় প্রকল্পের টাকা ঢুকবে তাই ওই দেড় কোটি কৃষকের PM Kishan Sammannidhi প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। সেক্ষেত্রে বঞ্চিত হতেন বাংলার ওই সাড়ে ৬ লক্ষ কৃষকও। এই বিশাল সংখ্যক কৃষক যদি কেন্দ্রীয় প্রকল্পের টাকা না পান এই সামান্য কারণের জন্য তাহলে তার ছাপ যে ২০২৪ সালের ভোটে পড়তে বাধ্য সেটা বেশ বুঝেছেন গেরুয়া শিবিরের কর্তারা। তাই কেন্দ্র সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডাকঘরে আধার যুক্ত সেভিংস অ্যাকাউন্টেও এবার থেকে PM Kishan Sammannidhi প্রকল্পের টাকা পাঠানো যাবে। শুধু এই সিদ্ধান্ত নেওয়াই নয়, কেন্দ্র সরকার ডাক বিভাগকে(India Post) রীতিমত নির্দেশ দিয়েছে যে সব কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তি নেই তাঁদের বাড়িতে ফোন করে পোস্ট অফিসে ডেকে এনে দ্রুত আধার যুক্ত সেভিংস অ্যাকাউন্ট খোলাতে।

আরও পড়ুন Solar Pump বসাতে চাষিদের আর্থিক সহায়তা দেবে রাজ্য

কেন্দ্রের এই নির্দেশের জেরে এখন ডাকঘরের কর্মীরা স্থানীয় সেই সব কৃষকদের ফোন করা শুরু করেছেন হাতে তালিকা পাওয়ার পরেই। সেই সব কৃষকদের নামধাম, ঠিকানা কেন্দ্রই ডাকঘরে পাঠিয়ে দিয়েছে। কেন্দ্রের চাপে কোথাও কোথাও ডাকঘরের কর্মীরা শুধু ওই সব কৃষকদের ফোন করেই ক্ষান্ত হচ্ছে না, কোথাও কোথাও তা৬দের বাড়ি চলেও যাচ্ছে। সেখান থেকে প্রায় হাতে পায়ে ধরে ওই সব কৃষকদের ডাকঘরে ডেকে এনে আধারযুক্ত সেভিং অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন তাঁরা। সারা দেশেই কার্যত এই ছবি দেখা যাচ্ছে। শুধু বাংলার বুকে সেই অভিযানও বড়সড় ধাক্কা খেয়ে বসে আছে। কেননা সূত্রে জানা গিয়েছে বাংলার ওই ৬ লক্ষ ৬০ হাজার কৃষক খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না এই প্রকল্পের জন্য। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) চালু করা ‘কৃষকবন্ধু’(Krishak Bandhu) প্রকল্পে তাঁরা বেশি উপকৃত হচ্ছেন। যেহেতু একই লোক দুটি প্রকল্পের সুবিধা একসঙ্গে পাবেন না তাই মোদির PM Kishan Sammannidhi-কে কার্যত বিসর্জন দিয়ে তাঁরা মমতার ‘কৃষকবন্ধু’কেই আঁকড়ে ধরেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের বঙ্গে তীব্র তাপপ্রবাহের ‘চরম সতর্কতা’ জারি করল আবহাওয়া দফতর

এবার দু ‘লক্ষেরও বেশি ভোটে জিতব নির্বাচনে : কাকলি ঘোষ দস্তিদার

‘সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি, কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি’, দাবি মমতার

‘মানুষ কাঁদছে, বিজেপি হারছে, বুক দুরুদুরু করছে’, দাবি মমতার

‘অধীর চৌধুরীকে তৃণমূল বুঝিয়ে দেবে, বহরমপুর কার গড়’, দাবি নাড়ুগোপালের

সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর, মামলা শুনতে সম্মত শীর্ষ আদালত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর