এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

আসানসোল থেকে বন্দে ভারত, হাওড়া থেকে বুলেট

নিজস্ব প্রতিনিধি: বঙ্গবাসীর জন্য বেশ বড় সুখবর নিয়ে এল কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। রেলমন্ত্রক(Rail Ministry) সূত্রে জানা গিয়েছে, বাংলার(Bengal) বুকে হাওড়া(Howrah), নিউ জলপাইগুড়ি ছাড়াও আসানসোল(Asansol) থেকে যেমন বন্দে ভারত এক্সপ্রেস(Vande Bharat Express) চালানো সিদ্ধান্ত যেমন নেওয়া হয়েছে তেমনি হাওড়া থেকে বুলেট ট্রেন(Bullet Train) চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম সিদ্ধান্তটি অর্থাৎ আসানসোল থেকে বন্দে ভারত চালানোর সিদ্ধান্তকে ২৪’র ভোটের আগেই বাস্তবায়িত করতে চাইছেন স্বয়ং প্রধানমন্ত্রী। এমনকি তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করাও শুরু হয়ে গিয়েছে। তবে বুলেট ট্রেন চালানোর ক্ষেত্রে আরও কিছুটা সময় লাগবে। তাই এই বিষয়ে ২৪’র ভোটের পরেই প্রয়োজনীয় পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন অভিষেকের বিরুদ্ধে গুজব বা ভুয়ো খবর ছড়ালেই কড়া পদক্ষেপ

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ২৪’র আগেই যাতে আসানসোল থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালানো যায় তার জন্য ইতিমধ্যেই আসানসোলের কোচ রক্ষণাবেক্ষণ বিভাগকে বন্দে ভারতের কোচ দেখভালের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। ক’দিন আগে আসানসোল ডিভিশনে রেলকর্তারা এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানেই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। টেন্ডার ডেকে কোচ রক্ষণাবেক্ষণ বিভাগকে আধুনিক করা হবে বলে আলোচনা হয়েছে। এরজন্য কর্মীদের দেওয়া হবে প্রয়োজনীয় প্রশিক্ষণ। এতদিন শিল্পাঞ্চলের দাবি ছিল আসানসোলের উপর দিয়ে বন্দে ভারত চালানো হোক। কিন্তু রেল চাইছে, এই শিল্পশহর থেকেই থেকেই যাত্রা শুরু করবে দেশের এই অত্যাধুনিক ট্রেন। সেই কারণেই বন্দে ভারতের কোচ রক্ষণাবেক্ষণের ওপর এতটা জোর দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত কোন রুটে চলবে, তা নিয়ে রেলবোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে সূত্রের খবর, আসানসোল থেকে পাটনার মধ্যেই বন্দে ভারত চলার প্রবল সম্ভবনা রয়েছে। জোর দেওয়া হবে আসানসোল ও হাওড়ার মধ্যে বন্দে ভারত মেট্রো চালানোর ক্ষেত্রেও।

আরও মালদার পাকুয়াহাট কাণ্ডে ‘ক্লোজড’ ৪ পুলিশ আধিকারিক

২০০ কিলোমিটার দূরত্বে মধ্যে রয়েছে এমন গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে দেশে বন্দে ভারত মেট্রো চালাতে চায় মোদি সরকার। কোন রুটে কী ট্রেন চলবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেলবোর্ড। সেই সিদ্ধান্ত হয়ে গেলে তা সামনে আসবে। তবে প্রাথমিক ভাবে আসানসোল থেকে টাটানগর হয়ে হাওড়া, আসানসোল থেকে বর্ধমান হয়ে হাওড়া, আসানসোল থেকে মালদা টাউন, আসানসোল থেকে ব্যান্ডেল-নৈহাটি হয়ে শিয়ালদা রুটে বন্দে ভারত মেট্রো চালানো হতে পারে। অন্যদিকে জানা গিয়েছে, মুম্বই – আহমেদাবাদ হাই স্পিড রেল করিডোর সহ ভারতের ৭টি প্রধান রুটে বুলেট ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। এই বুলেট ট্রেনগুলি শীঘ্রই দেশে একটি উচ্চ গতির রেল নেটওয়ার্ক তৈরি করতে চলেছে।

আরও পড়ুন Signal বিভ্রাট শিয়ালদা-বনগাঁ শাখায়, দুর্ভোগে নিত্যযাত্রীরা

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় একটি লিখিত উত্তরে প্রকাশ করে জানিয়েছেন যে জাতীয় রেল পরিকল্পনা অনুযায়ী দেশে ৭টি উচ্চ গতির রেল নেটওয়ার্ক তৈরি করার কথা রয়েছে। এই বিষয় ৭টি সম্ভাব্য রুটের রূপরেখাও দেওয়া হয়। এই ৭টি বুলেট প্রকল্পের পরিষেবা শুরু হলে দেশের পরিবহন আরও দ্রুত হয়ে যাবে। যে ৭টি উচ্চ গতির রেল করিডোর বা বুলেট ট্রেন করিডোরের কথা ভাবা হচ্ছে, সেই গুলি হল দিল্লি – বারাণসী, দিল্লি – আমেদাবাদ, দিল্লি – অমৃতসর, মুম্বাই – নাগপুর, চেন্নাই – মাইসুরু এবং বারাণসী – হাওড়া। আর তার সঙ্গে রয়েছে মুম্বাই – আমেদাবাদ হাই – স্পিড রেল প্রকলল্পটিও। এই বুলেট ট্রেনগুলি E5 Shinkansen প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হবে। প্রতিটি বুলেট ট্রেনে ১০টি কোচ থাকবে ও তাতে ৬৯০ জন করে যাত্রী উঠতে সক্ষম হবে। ট্রেনগুলির সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ৩৫০কিমি।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাষের জমি লুটের অভিযোগ শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

‘উনি কেন এখনও ফর্ম ফিলাপ করেননি?’, নাম না করে শান্তনুকে CAA খোঁচা মমতার

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মিজানুর রহমানের বিরুদ্ধে জমি হাতানোর অভিযোগ

‘এখন থেকে আমি আর মোদিবাবুর নাম নেব না, বড্ড মিথ্যে কথা বলেন’

বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করেই মৃত্যু মাধ্যমিক উত্তীর্ণ  ছাত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর