30ºc, Haze
Sunday, 2nd April, 2023 6:28 pm
নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছিল একটি খবর। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে না কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে সাক্ষী হয়েছেন বীরভূমের সাংসদ (MP) শতাব্দী রায় (SHATABDI ROY)। তবে এই দাবি হেসে উড়িয়ে দিয়ে সাংসদ বলেছিলেন, ‘ভুয়ো’। আসানসোল আদালতে একটি মামলা চলছে কেষ্টর। সেই আদালতেই দেখা গেল শতাব্দীকে। তাঁর পরণে আইনজীবীর পোশাক! তবে কি অনুব্রতর হয়েই মামলা লড়বেন শতাব্দী?
আসানসোল সংশোধনাগারেই বিচারাধীন বন্দি অনুব্রত (ANUBRATA MONDAL)। আর আসানসোল আদালতেই আইনজীবীর বেশে সাংসদ। ব্যাপারটা কী? রবিবার কেষ্ট প্রসঙ্গে আইনজীবীর পোশাকে দাঁড়িয়ে অভিনেত্রী শতাব্দী বলেন, আইন চলছে আইনের পথে। চলছে আইনি লড়াইও। এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়েও মুখ খোলেন সাংসদ। বলেন, নির্বাচন খুব ভালো হবে। আবারও ক্ষমতায় আসবে সবুজ শিবিরই।
তবে উকিলের পোশাকে কেন সাংসদ? তাও আবার আদালত চত্ত্বরে? জানা গিয়েছে, ‘দ্য জঙ্গিপুর ট্রায়াল’ নামক হিন্দি চলচ্চিত্রের শ্যুটিং হচ্ছিল। এই ছবির পরিচালক দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়। চলচ্চিত্রে দেখা যাবে বহু পুরনো একটি মামলা লড়ছেন এক মহিলা আইনজীবী। এই ভূমিকাতেই অভিনয় করছেন শতাব্দী। চলচ্চিত্রে অভিনয় করছেন কবীর বেদী, জাভেদ জাফরি প্রমুখ। শ্যুটিং হয়েছিল রবিবার। উল্লেখ্য, ওই দিন বন্ধ ছিল আদালত।