এই মুহূর্তে




তেহট্টে মায়ের মাথায় কুড়ুলের কোপ, আত্মসমর্পণ ছেলের

নিজস্ব প্রতিনিধি : ঘুমন্ত মায়ের মাথায় কুড়ুলের কোপ ছেলের। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ার তেহট্টে। শুধু তাই নয়, বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা অটোতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে পুলিশের কাছে আত্মসমর্পণও করেছে সে। গুরুতর জখম অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মহিলা।

জানা গিয়েছে, নদিয়ার তেহট্টের বেতাই দক্ষিণ জিতপুরের বাসিন্দা ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন অর্চনা দাস। বুধবার আচমকাই অভিযুক্ত ফেলা দাস ঘরে ঢুকে মায়ের মাথায় কুড়াল দিয়ে কোপ মারেন। এখানেই থেমে থাকেননি। ঘর থেকে বেরিয়ে এসে বাইরেই দাঁড়িয়ে থাকা তাঁর অটোতেও আগুন লাগিয়ে দেন। পেশায় তিনি অটোচালক। স্ত্রীয়ের চিৎকার ও ধোঁয়া এবং আগুনের গন্ধ টের পেয়ে ঘুম ভাঙে অভিযুক্তের বাবার। তিনি দ্রুত গিয়ে আগুন নেভানোর পর ঘরে ঢুকতেই দেখেন, স্ত্রী গুরুতর জখম অবস্থায় মেঝেতে কাতরাচ্ছেন। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। পরে সেখান থেকে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

কিন্তু হঠাৎ এই ঘটনা কেন এই ধরনের ঘটনা ঘটাল অভিযুক্ত ফেলা দাস। কেউ বুঝে উঠতে পারছেন না। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যা ছিল অভিযুক্তের। পরিবার দাবি করেছে, মানসিক অস্থিরতার কারণেই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে সে। রাস্তায় কুড়ুল নিয়ে ঘোরাঘুরি করছিল সে। তাঁকে পুলিশ দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে, নিজেই আত্মসমর্পণ করেছে সে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। ঘটনার পর গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। অটোটিও পুড়ে গিয়েছে।
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তাঁত শিল্পী পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির পুজোয় থিমের ছোঁয়া

বাবা-মায়ের সঙ্গে স্নানে নেমে গঙ্গায় তলিয়ে গেল যুবক, মর্মান্তিক ঘটনা কল্যাণীতে

৩৫০ বছরের প্রাচীন প্রথা মেনে শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে কাত্যায়নীর আরাধনা

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, দশম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুখ্যমন্ত্রীর ঘোষণার ৮ বছর পর শুরু হল শান্তিপুর-কালনা সেতু তৈরির কাজ, হয়ে গেল মাটি পরীক্ষা

বৃষ্টিতে ভিজে জমিতে কাজ করতে গিয়ে বিপদ, আলে উদ্ধার দম্পতির দেহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ