এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কেষ্ট’র তিহার যাত্রা ঠেকাতে পারল না কেউ

নিজস্ব প্রতিনিধি: নাহ আর কোনও কিছুই পথের কাঁটা হচ্ছে না কেষ্টবাবুর তিহার যাত্রায়। মানে দিল্লি যাওয়ার রাস্তায়। সোমবার আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের(CBI Special Court) তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ‘কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) নির্দেশ মেনেই অনুব্রতকে(Anubrata Mondol) কলকাতায় আনতে হবে। আসানসোল পুলিশের সঙ্গে কথা বলে কলকাতা পর্যন্ত অনুব্রতর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কলকাতায় কেন্দ্রের অধীনে থাকা কোনও হাসপাতালে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হবে। ফিটনেস দিলে হাসপাতালেই ইডির হাতে হস্তান্তর করতে হবে। তারপর হাইকোর্টের নির্দেশ মতো অনুব্রতকে বিমানে দিল্লি(New Delhi) নিয়ে যাবে ইডি(ED)।’ আর এই নির্দেশের জেরেই একরকম পরিষ্কার বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতার দিল্লি যাত্রা আর কেউ ঠেকাতে পারবে না। আর দিল্লি যাত্রা মানে তিহারের ডাল-ভাত খাওয়া, অন্তত কেষ্ট’র ক্ষেত্রে।

আরও পড়ুন রাজ্য বিধানসভায় অরূপ-নওশাদ বৈঠক

এদিন আদালত যে নির্দেশ দিয়েছে তাতে পরিষ্কার, কলকাতা হাইকোর্টের নির্দেশমতো আসানসোল থেকে কলকাতায় যাওয়ার সময় নিরাপত্তা দিতে হবে রাজ্য পুলিশকেই। কলকাতার হাসপাতালে মেডিকেল টেস্ট হওয়া পর্যন্ত অনুব্রতর সমস্ত দায়িত্ব থাকবে আসানসোল কারা কর্তৃপক্ষের কাঁধে। মেডিকেল টেস্টে ফিট সার্টিফিকেট পাওয়া গেলে তারপরই তাঁর দায়িত্ব ইডি’র কাছে হস্তান্তর করা যাবে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে এসকর্ট দিয়ে অনুব্রতকে নিয়ে যেতে হবে কলকাতায়। এই রায় দেওয়ার আগে সোমবার সকালে রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা বাহিনী না দেওয়ার বিষয়টি নস্যাৎ করে দেয়। রাজ্য পুলিশের বক্তব্য, তারা কখনই বলেনি যে বাহিনী দিতে পারবে না। তাদের বক্তব্য, জেল কর্তৃপক্ষ বাহিনী চেয়ে যে আবেদন করেছে, সেখানেই রয়েছে গলদ। জেল কর্তৃপক্ষের তরফে স্পষ্ট করে বলা হয়নি, তারা পুলিশ বাহিনী কী কারণে চাইছেন, কোথা থেকে কোথায় নিয়ে যেতে চাইছেন, আসানসোল থেকে কলকাতা নিয়ে যাওয়ার জন্য বাহিনী চাইছে, নাকি দিল্লি নিয়ে যাওয়ার জন্য এসকর্ট টিম চাইছেন। চিঠিতে স্পষ্ট ব্যাখ্যা নেই বলেই বাহিনীর বিষয়টা নিয়ে একটা গোলমাল তৈরি হয়।

আরও পড়ুন ৮০ বছরের মধ্যেই সমুদ্র গিলে খাবে কলকাতাকে

যদিও অনুব্রতকে কবে দিল্লি নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে কোনও সময় উল্লেখ করে দেয়নি কলকাতা হাইকোর্ট।   তবে এদিন আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী হাইকোর্টের নির্দেশকে উল্লেখ করে স্পষ্ট করে দেন, যত দ্রুত সম্ভব অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে হবে ইডিকে। ইতিমধ্যেই ডিসিপি সেন্ট্রাল এসএস কুলদীপ আইনি পরামর্শ নিতে আসানসোল সিবিআই আদালতের দ্বারস্থ হন। অনুব্রতর ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পরই জেল কর্তৃপক্ষ ইডি’কে দায়িত্ব হস্তান্তর করবে। অর্থাৎ আসানসোল সিবিআই আদালতের বিচারক জেল, কমিশনারেট ও ইডি’র মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়েছেন। বিচারক জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, এইচআইইউ অর্থাৎ গরু পাচার মামলায় তদন্তকারী আধিকারিক পঙ্কজ কুমারের সঙ্গে ফোন ও ই-মেল মারফত যোগাযোগ করতে। ইডি কোন হাসপাতালে কবে অনুব্রতর মেডিক্যাল করাতে চায়, তা যেন জেল কর্তৃপক্ষ পঙ্কজ কুমারের সঙ্গে কথা বলে জেনে নেয়। নির্দিষ্ট দিন, সময় জানাতে হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শান্তিপুরে অবসরপ্রাপ্ত বৃদ্ধের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের তমলুক থানায়

ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএমের উত্থানে সংকটে বিজেপি

স্ত্রী চলে যাওয়ার অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্বামী

ঝাড়গ্রামে ডোবাতে পড়ে যাওয়া হাতিকে উদ্ধারে ব্যর্থ বন দফতর ,অবশেষে মৃত্যু

দু চোখ অন্ধ থাকলেও মাধ্যমিক পরীক্ষায় তাক লাগানো ফল এক জন্মান্ধ মেয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর