এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

চিকিৎসায় গাফিলতির অভিযোগে নার্সিংহোমকে ১০ লাখ টাকা জরিমানা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সন্তানের জন্ম দেওয়ার পরে তখনও নার্সিংহোমে মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল হয়নি। নার্সিংহোম থেকে বলা হয়েছিল, শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে মায়ের। দু’ইউনিট রক্ত জোগাড় করতে বলা হয়েছিল পরিবারকে। স্ত্রীর জন্য তড়িঘড়ি এ পজ়িটিভ গ্রুপের দু’ইউনিট রক্ত জোগাড় করে এনেছিলেন উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার ব্যারাকপুর(Barracpur) মহকুমার ঘোলা থানা(Ghola PS) এলাকার বাসিন্দা প্রসেনজিৎ রায়চৌধুরী। কিন্তু পরদিন নার্সিংহোমে স্ত্রীকে দেখতে গিয়ে তাঁর নজরে আসে, বেডে রীতিমতো ঠান্ডায় কাঁপছেন স্ত্রী। আর তাঁর আনা A Positive রক্ত নয়, স্ত্রীকে দেওয়া হচ্ছে B Positive রক্ত! সেই ঘটনার জেরেই এবার পানিহাটির একটি নার্সিংহোমকে ১০ লাখ টাকা জরিমানা করল রাজ্য ক্রেতাসুরক্ষা ফোরাম(Consumer Forum)। এক্ষেত্রে প্রসেনজিতবাবুর স্ত্রীর ওই বেড-হেড টিকিটের পিছনে লেখা কয়েকটা শব্দ বড় ভূমিকা পালন করেছে। ৯ বছর বাদে সেই টিকিটের সূত্র ধরেই জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, ২০১৪ সালের ওই ঘটনায় প্রসেনজিতবাবুর স্ত্রী সুস্থ হয়ে নার্সিংহোম থেকে ছাড়া পেলেও ভুল গ্রুপের রক্ত দেওয়ার জন্য ক্ষতিপূরণ চেয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রসেনজিতবাবু। কিন্তু সাড়া মেলেনি। এরপরে তিনি ক্রেতাসুরক্ষা ফোরামের দ্বারস্থ হন। প্রায় ন’বছর মামলা চলার পরে অবসরপ্রাপ্ত বিচারপতি মনোজিৎ মণ্ডল, সমীক্ষা ভট্টাচার্য ও শ্যামলকুমার ঘোষের বেঞ্চ এই ঘটনায় নার্সিংহোমের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে নার্সিংহোম কর্তৃপক্ষকে মামলাকারীর হাতে ১০ লক টাকা ক্ষতিপূরণ তুল দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি মামলার খরচ বাবদ আরও ২০ হাজার টাকা দিতে হবে নার্সিংহোমকে। যদিও এই মামলার শুনানি চলাকালীন ক্রেতাসুরক্ষা ফোরামে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করেন নার্সিংহোম কর্তৃপক্ষ। তাঁদের যুক্তি ছিল, ভুল গ্রুপের রক্ত দেওয়া হয়নি ওই প্রসূতিকে। তা ছাড়া ভুল রক্ত দেওয়ার জন্য হাসপাতালের বেডে শুয়ে ওই প্রসূতি ঠান্ডায় কাঁপছিলেন বলে যে অভিযোগ করা হয়েছে, তা-ও সঠিক নয়। ওই কাঁপুনি ছিল অ্যানাস্থেশিয়া প্রয়োগের ‘আফটার এফেক্ট’ হিসেবে।

যদিও প্রসেনজিতের তরফে আদালতে যুক্তি দেওয়া হয়, গাফিলতির পরেও ক্রমাগত দায় এড়ানোর চেষ্টা করেছে নার্সিংহোম। ক্রেতাসুরক্ষা ফোরামে জমা দেওয়া নথি দেখে আদালত জানায়, বেড-হেড টিকিটের পিছনে স্পষ্ট লেখা ছিল, Mismatched Blood Transfusion-এর বিষয়টি। বিভিন্ন মেডিকেল জার্নাল ও ডিকশনারি ঘেঁটে বেঞ্চ এও জানায়, ভুল রক্ত দেওয়ার জেরে জ্বর হওয়াটা অস্বাভাবিক নয়। এক্ষেত্রেও তেমনটাই হয়ে থাকার সম্ভাবনা জোরালো বলে মনে করেছে রাজ্য ক্রেতাসুরক্ষা ফোরাম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কমিশনের রোষানলে হবিবপুর থানার IC, করা হল বদলি

সাঁইবাড়ির শহরে আজ হাঁটবেন মমতা, জনস্রোতের অপেক্ষায় জি টি রোড

তারাশঙ্করের হাঁসুলি বাঁকের মাটিতেই আজ সভা মমতার

শান্তিপুরে অবসরপ্রাপ্ত বৃদ্ধের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের তমলুক থানায়

ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএমের উত্থানে সংকটে বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর