এই মুহূর্তে




‘সিপিএম কালকেউটের জাত, একদম বিশ্বাস করবেন না’, জনতাকে বার্তা পার্থ’র

Courtesy - Facebook and Google




নিজস্ব প্রতিনিধি: জ্যোতিপ্রয় মল্লিকের অভাব বুঝতে দিচ্ছেন না পার্থ ভৌমিক(Partha Bhowmick)। উপনির্বাচনের বাজারে পার্থ একাই বিরোধী শিবিরকে নিশানা বানিয়ে কোন্ঠাসা করে দিচ্ছেন। তাঁর আক্রমণের মুখে পড়ে কিবা ডান, কিবা বাম, সবাই কার্যত পিঠটান দিচ্ছেন। দীর্ঘদিন ধরে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার রাজনীতিতে তৃণমূলের(TMC) ব্যাটন দেখা গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতেই থাকতে। কিন্তু এখন দেখা যাচ্ছে ধীরে ধীরে সেই ব্যাটন নিজের হাতে তুলে নিচ্ছেন পার্থ। একটা সময় হয়তো তৃণমূলের শীর্ষ নেতৃত্বই এগিয়ে আসবে তাঁর হাতেই জেলায় দলের দায়িত্ব তুলে দিতে। রাজ্যে যে ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে তার মধ্যে উত্তর ২৪ পরগনা জেলাতেই রয়েছে ২টি আসন। নৈহাটি ও হাড়োয়া(Haroya)। এর মধ্যে হাড়োয়া আবার বাম-বিজেপির অবাধ বিচরণ ভূমি হয়ে উঠেছে ইদানিংকালে। সেই হাড়োয়ায় দাঁড়িয়েই তৃণমূল বিজয় সম্মিলনীর মঞ্চ থেকেই পার্থ এহাত নিলেন বামেদের(CPIM)। বিশেষ করে সিপিআই(এম)-কে। নিশানা বানালেন বিজেপিকেও।

আরও পড়ুন, বাংলায় উপনির্বাচনের মুখে GST ইস্যু এগিয়ে দিল তৃণমূলকে, অস্বস্তিতে বিজেপি

হাড়োয়ার কেমিয়া খামারপাড়া অঞ্চলে আয়োজিত তৃণমূলের বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকেই পার্থ সিপিআই(এম)-কে নিশানা বানালেন ‘কালকেউটের জাত’ বলে। তাঁর বক্তব্য, ‘আর জি করে নির্যাতিতা মেয়েটির জন্য এখন চোখের জল ফেলছে সিপিএম। আহা আমার বোনটার কী হল! তাই, প্রকাশ্য মঞ্চ থেকে বলতে চাই, এই অঞ্চলে এখনও মার্কসবাদী কমিউনিস্ট পার্টির অনেক হার্মাদ বসবাস করছেন। উপায় না দেখে তাঁরা হয়তো ভদ্র ব‍্যবহার করছে। কিন্তু, সময় এলেই সিপিএম তার নিজের জায়গায় ফিরে যাবে। সিপিএম একটা কালকেউটের জাত। ওদের একদম বিশ্বাস করবেন না। সময় এলেই ওদের আসল চেহারা দেখতে পাবেন। ভারতবর্ষের কোনও মুখ্যমন্ত্রী তাঁর নিজের রাজ‍্যে ঘটে যাওয়া নির্যাতিতার সুবিচার চেয়ে পথে নেমেছেন ? কেউ দেখাতে পারবেন না। অথচ, মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করে অপরাধীর ফাঁসির দাবিতে সরব হয়েছেন। আমরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গলা ফাটিয়ে বলতে চাই, দোষীদের ফাঁসি হোক। নির্যাতিতার জন্য আজকে আমাদের যেমন চোখের জল পড়ছে, ঠিক তেমনই চোখের জল পড়েছিল যেদিন অনিতা দেওয়ানকে ধর্ষণ করে খুন করেছিল সিপিএমের গুন্ডারা। সেদিন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন, এরকম ঘটনা তো ঘটেই থাকে। এরকম আরও কত ঘটনা ঘটেছিল বাম আমলে। সেই সময় কিন্তু অপরাধীরা শাস্তি পায়নি। সে সব কথা ভুলে গিয়েছে সিপিএম।’

আরও পড়ুন, মমতা-মোদির হাত ধরেই বাগডোগরার আন্তর্জাতিক স্তরে উত্তরণ

বালুর এই আক্রমণ লাল পার্টির নেতাদের রীতিমত অস্বস্তিতে ফেলে দিয়েছে। কেননা তাঁরা বুঝতে পারছেন, আর জি কর ইস্যুকে আঁকড়ে ধরে তাঁরা যেভাবে ঘুরে দাঁড়াতে চাইছেন, সেটা খুব একটা সহজ হবে না। হতে পারে উপনির্বাচনের জন্য বামেরা এখনও হাড়োয়াতে প্রার্থী দেয়নি। সেখানে কংগ্রেসের সঙ্গে জোট হবে কী হবে না সেটাও জানা যায়নি। তবে ৩৪ বছরের রাজত্বপাটের ইতিহাসই এখন তাঁদের ঘুরে দাঁড়াবার পথে সব থেকে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি একটা সময় তৃণমূলকে যে অস্বস্তিতে ফেলেছিল সেটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সময় যতই গড়াচ্ছে, ততই দেখা যাচ্ছে, তৃণমূল সেই অস্বস্তি কাটিয়ে উঠছে। এর অন্যতম কারণ অবশ্যই পার্থ ভৌমিক নিজে। তিনি এখন সাংসদ। সেই সুবাদে নিজ এলাকা ছাড়াও জেলার একতা বড় অংশই তিনি চষে বেড়াতে পারছেন দলের সংগঠন দেখার জন্য। আর সেই সূত্রেই জ্যোতিপ্রিয়’র অভাব এখন তিনি অনেকটাই মুছে দিয়েছেন জেলার রাজনীতিতে। পার্থ’র এই দৌড়ঝাঁপ এবং বিরোধীদের কড়া কড়া শব্দে আক্রমণ জোড়াফুল শিবিরকেও বাড়তি অক্সিজেন এনে দিচ্ছে।   




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েও কেন কাজ করাননি? বাড়ি-বাড়ি গিয়ে ধমক বিডিও’র

সৎ ভাইকে গঙ্গায় ফেলে দিয়ে গা ঢাকা, অবশেষে গ্রেফতার দাদা, তোলপাড় নবদ্বীপ

সারা শরীরে আঘাতের চিহ্ন, ডোমজুড়ে ৪ বছরের শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার

পণের টাকা দিতে না পারায় লাগাতার যৌন নির্যাতন, স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর বিরুদ্ধে

ঈদে ছুটির কারণে শনিবারও হবে আর্থিক লেনদেন,বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

সঙ্ঘাতের পথ ছাড়লেন রাজ্যপাল,বাজেট অধিবেশনে পাশ হওয়া তিন বিলে ছাড় বোসের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর