28ºc, Haze
Monday, 27th March, 2023 10:02 am
নিজস্ব প্রতিনিধি: সরকারি খাতায় কলমে এলাকার পরিচিতি গ্রাম পঞ্চায়েত হিসাবেই। কিন্তু সেখানে গিয়ে দাঁড়ালে হোঁচট খেতেই হবে। কেননা রয়েছে রেলস্টেশন, বাসস্ট্যান্ড, বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ ব্যবস্থা, পাকা রাস্তা, বিদ্যুৎ। আছে একটি কলেজ, ৮টি হাইস্কুল, ১২টি প্রাইমারি স্কুল। আছে গ্রামীণ হাসপাতালও। আছে ১০টি সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের ১২টি শাখা। আছে জেলা সদর ও মহকুমা শহরের সঙ্গে সড়ক যোগাযোগও। খালি যেটা নেই সেটা হচ্ছে গ্রাম থেকে শহরে রূপান্তরিত হওয়া জনপদের পুরসভার(Municipality) তকমাটি। তাই এলাকার মানুষের দাবি, খাতায় কলমে গ্রাম হয়ে থাকা এই শহুরে জনপদে গড়ে উঠুক পুরসভা। তাতে এলাকার উন্নয়ন আরও বেশি হবে, আরও দ্রুত গতিতে হবে। এলাকাবাসীর এই দাবি ও মনের কথা জানতে পেরে স্থানীয় জেলা পরিষদ সদস্যও সহমত হলেন তাঁদের সঙ্গে। সেই সূত্রেই হাত গুটিয়ে বসে না থেকে আমজনতার দাবি যাতে বাস্তব রূপ পায় তার জন্যব নিজেই চিঠি দিলেন রাজ্যের পুর ও নগরন্নোয়ন দফতরকে। দাবি জানালেন সেখানে একটি পুরসভা গঠনের জন্য। এলাকাটি হল নদিয়া(Nadia) জেলার রানাঘাট(Ranaghat) মহকুমার হাঁসখালি(Hanskhali) ব্লকের বগুলা(Bagula)।
আরও পড়ুন ৩০০ কোটির জলপ্রকল্প সাঁকরাইলে, উপকৃত হবেন ৪ লক্ষ মানুষ
বগুলার জেলা পরিষদ সদস্য কল্যাণ ঢালি রাজ্যের পুর ও নগরন্নোয়ন দফতরকে চিঠি দিয়েছেন একটি পুরসভা গঠনের জন্য। তাঁর বক্তব্য, নদিয়া জেলার রানাঘাট মহকুমার মধ্যে থাকা হাঁসখালি ব্লকের বগুলা-১ ও বগুলা-২ গ্রাম পঞ্চায়েত দুটি খাতায়কলমে গ্রাম হলেও তা কার্যত শহরের চেহারা নিয়েছে। তাই ওই দুটি গ্রাম পঞ্চায়েতের মানুষজনই দীর্ঘদিন ধরে চাইছেন গ্রাম পঞ্চায়েত দুটি নিয়ে একটি পুরসভা গঠিত হোক। দুটি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে সেখানে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। দুটি পঞ্চায়েত এলাকারই যথেষ্ট উন্নয়ন হয়েছে। তবে পুরসভা হলে এলাকার মানুষ বাড়তি সুবিধা পাবেন যা গ্রাম পঞ্চায়েত দিতে পারবে না। কেননা তাদের হাতে সেই সার্বিক পরিকাঠামো নেই। তাই রাজ্য সরকার যেন আমজনতার দাবিকে মাথায় রেখে বগুলাতে একটি পুরসভা করার আর্জি অনুমোদন দেয়। কল্যাণবাবুর এই আর্জি আদৌ গৃহীত হবে কিনা বা হলেও কবে হবে তা কেউ জোর গলায় বলতে পারছে না। কেননা রাজ্যের বুকে এই ধরনের খুব করেও ৬০-৭০টি এলাকা রয়েছে যেখানে দীর্ঘদিন ধরে পুরসভা গঠনের দাবি রয়েছে। অর্থের অভাবে এই বিষয়ে রাজ্য সরকারও দ্রুত পদক্ষেপ করতে পারছে না। স্বাভাবিক ভাবে বগুলা কবে পঞ্চায়েত থেকে পুরসভায় রূপান্তরিত হয় সেটা এক্মাত্র ভবিষ্যৎ কালই উত্তর দিতে পারবে।