এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ধূপগুড়ি কী হবে মহকুমা, নজরে মুখ্যমন্ত্রীর সভা

নিজস্ব প্রতিনিধি: বাম জমানা থেকেই জলপাইগুড়ি জেলার একাংশের দাবি ছিল ধূপগুড়িকে(Dhupguri) মহকুমা করা হোক। যদিও সেই দাবিকে মান্যতা দেওয়ার মতো প্রয়োজন বোধ করেননি বাম শাসকেরা। কিন্তু পরিবর্তনের পরে সেই দাবি আরও জোরালো হয়েছে। ডুয়ার্সবাসীর একাংশের আবেগ যে এই দাবির সঙ্গে জড়িয়ে রয়েছে সেটা বিলক্ষণ জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাই তিনি উত্তরবঙ্গে এলেই ডুয়ার্সবাসীর নজরে থাকে মুখ্যমন্ত্রী ধূপগুড়িকে মহকুমা হিসাবে উন্নিত করার কোনও ঘোষণা করেন কিনা সেই দিকে। এবারেও মুখ্যমন্ত্রীর ৬ দিনের উত্তরবঙ্গ সফর ও জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার গোঁসাইপুরে তাঁর সভার দিকে তাকিয়ে রয়েছেন ধূপগুড়িবাসী। যদি মুখ্যমন্ত্রী এই বিষয়ে কিছু ঘোষণা করেন। যদিও নবান্নে সূত্রে এই ধরনের কোনও ঘোষণার বিষয়ে কোনও ইঙ্গিত মেলেনি।

জলপাইগুড়ি জেলা ভেঙে পৃথক আলিপুরদুয়ার জেলার গঠনের দাবি ছিল কয়েক দশকের পুরানো। সেই দাবিকেও মান্যতা দেয়নি বাম সরকার। তবে রাজ্যে পরিবর্তনের পরে সেই দাবিকে বাস্তবায়িত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার হয়েছে পৃথক জেলা। আর তাই ডুয়ার্সবাসীর(Dooars) আশা আরও জোরালো হয়েছে। তাঁদের আশা যদি ধূপগুড়িকে কেউ মহকুমা হিসাবে ঘোষণা করতে পারেন তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ই করবেন। কেননা তিনি কথা দিয়ে কথা রাখেন। তিনি কথা দিয়েছিলেন আলিপুরদুয়ার পৃথক জেলা হবে, সেই কথা তিনি রেখেছেন। তিনি বলেছিলেন ফালাকাটা ও ময়নাগুড়ি পৃথক পুরসভা হবে, সেই কথাও তিনি রেখেছেন। তাঁর কাছে আবদার করা হয়েছিল বানারহাটকে পৃথক ব্লক হিসাবে গড়ে তোলা হোক। তিনি সেই দাবিও রেখেছেন। তাই এবারেও তাঁর কাছেই ধূপগুড়িকে মহকুমা হিসাবে গড়ে তোলার দাবি জানাতে চলেছে ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ নামের একটি অরাজনৈতিক সংগঠন। তাঁদের আশা এদিন তাঁরা সুযোগ পেলে গোঁসাইপুরের সভা মঞ্চেই মুখ্যমন্ত্রীর হাতে এই মর্মে আবেদনপত্র তুলে দিতে পারবেন।

এই অরাজনৈতিক সংগঠনের তরফে শনিবার সন্ধ্যাতেই ধূপগুড়ি শহরে পৃথক মহকুমা গঠনের দাবিতে একটি মিছিল বের করা হয়। মিছিলটি গোটা ধূপগুড়ি শহর পরিক্রমা করে। মিছিলের শেষে শহরের প্রাণকেন্দ্র চৌপথিতে একটি পথসভাও করা হয়। ওই সংগঠনের সম্পাদক অনিরুদ্ধ দাসগুপ্ত এই বিষয়ে জানিয়েছেন, ‘আমরা কয়েক দশক ধরে দাবি করে আসছি ধূপগুড়িকে মহকুমা হিসাবে গড়ে তুলতে হবে। কিন্তু সেই দাবি এখনও পূরণ হয়নি। যদিও মুখ্যমন্ত্রী একটি সভা থেকে একবার বলেছিলেন ধূপগুড়িকে মহকুমা হিসাবে গড়ে তোলা হবে। আমরা তাঁর ওপর ভরসা রাখছি। কিন্তু সেই মহকুমা কবে গড়ে তোলা হবে সেই বিষয়ে আমরা উদ্বিগ্ন। আমরা চাই না এই বিষয়টি শুধুমাত্র মৌখিক প্রতিশ্রুতি হিসাবে বছরের পর বছর ধরে গড়াক। আমাদের দাবি ছিল, ধূপগুড়ি ব্লককে ভেঙে বানারহাটকে পৃথক ব্লক করতে হবে। ইতিমধ্যেই সেই বানারহাট(Banarhat) ব্লক গঠিত হয়েছে। তার জন্য অবশ্যই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। কিন্তু ধূপগুড়ি পুরসভা, ধূপগুড়ি ব্লক ও বানারহাট ব্লককে নিয়ে ধূপগুড়ি মহকুমা গঠনের দাবি আজও পূরণ হয়নি। মহকুমা গঠনের জন্য যা যা প্রয়োজন তার সমস্তই রয়েছে ধূপগুড়িতে। দুটি ব্লক, দুটি থানা, চার লাখের বেশি জনসংখ্যা সমস্ত কিছুই। তাই ধূপগুড়িকে মহকুমা গঠনের দাবি যথার্থ। কিন্তু দ্রুত এই দাবি মানা না হলে আমরা আগামি দিনে অনশন আন্দোলন শুরু করার চিন্তাভাবনা করছি।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কমিশনের রোষানলে হবিবপুর থানার IC, করা হল বদলি

সাঁইবাড়ির শহরে আজ হাঁটবেন মমতা, জনস্রোতের অপেক্ষায় জি টি রোড

তারাশঙ্করের হাঁসুলি বাঁকের মাটিতেই আজ সভা মমতার

শান্তিপুরে অবসরপ্রাপ্ত বৃদ্ধের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের তমলুক থানায়

ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএমের উত্থানে সংকটে বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর