24ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:30 am
নিজস্ব প্রতিনিধি: প্রতিকূল আবহাওয়া ও চাষে বেশি খরচের কারণে আলু আরও দামী হতে চলেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এবছর ফলন কমেছে। আর ফলন(Potato Price Hike) কম হওয়ায় বাজারে আলুর দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ওয়াকিবহাল মহল। পাশাপাশি বেশি টাকা দিয়ে হিমঘরে আলু সংরক্ষন(Potato In high price) করছেন ব্যবসায়ীরা। ফলে আগামী দিনে বাজারে আলুর দাম(Vegetable price hike in kolkata) বাড়তে পারে।
যে হারে আলুর চাষের খরচ বেড়েছে সে পরিমাণ ফলনও হচ্ছে না। ফলে এই মরশুমে তেমন একটা লাভ হয়নি কৃষকদের। একইসঙ্গে অন্য বছরের তুলনায় এবছর ফলন অনেক কম হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
বাঁকুড়া জেলা কৃষি দফতর সুত্রে জানা গিয়েছে, চলতি মরসুমে প্রায় ৫৩ হাজার হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। যা গতবছরের তুলনায় ১০ থেকে ১২ শতাংশ কম। একদিকে চাষের পরিধি কমেছে । অন্যদিকে ব্যাপক হারে ফলন কমেছে। কিন্তু আলু চাষে খরচ ক্রমাগতই বেড়ে চলেছে। ব্যবসায়ীরা বলছেন আগে যে খরচ হতো তার থেকে ২৫ শতাংশ বেড়েছে খরচ। কিন্তু তার মাঝেও আলুর দাম ভাল রয়েছে। কৃষকরা আশানূরূপ দাম পাচ্ছেন বলে দাবি কৃষি দফতরের। কৃষি বিপনন দফতর সুত্রে জানা গিয়েছে, গতবছর আলুর রেকর্ড ফলন হয়েছিল। জেলার হিমঘরে আলু সংরক্ষিত হয়েছিল ১ কোটি ৬০ লক্ষ বেশী প্যাকেট আলু। চলতি বছরে ১০ থেকে ১৫ শতাংশ কম আলু হিমঘরে মজুত হবে বলে দাবি কৃষি বিপনন দফতরের।
অন্যদিকে বর্তমানে বাজারে আলু বিকোচ্ছে কেজি প্রতি ২০ টাকা। যা কিনতে এখনই পকেটে টান পড়ছে আমজনতার। দাম বাড়লে সাধারন মানুষ আরও সমস্যায় পড়বেন তা আর বলার অপেক্ষা রাখে না।