24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:08 am
নিজস্ব প্রতিনিধি: নার্স নয়, রোগীদের ইনজেকশন (INJECTION) দিচ্ছে রোবট (ROBOT)। তাও আবার যত্ন করে। ছবিটা এক জেলার হাসপাতালের। ইনজেকশন দিতে দেখা যাচ্ছে রোবটকে। জানা গিয়েছে, এখন থেকে হাসপাতলে আসা রোগীদের নানা ভাবে পরিষেবা দেবে এই অত্যাধুনিক প্রযুক্তির রোবট-ই। সংক্রামক রোগীর চিকিৎসা করতে গিয়ে স্বাস্থ্যকর্মীদের সংক্রামিত হওয়ার হাত থেকে রক্ষার উদ্দেশ্যেই চালু হয়েছে রোবটিক নার্স।
হাসপাতাল সূত্রে খবর, অতিমারির সময়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এই উদ্যোগ। সংক্রামক রোগীর কাছে না গিয়েও তাঁকে ইনজেকশন সহ সমস্ত পরিষেবা দেবে পাঁচ ফুট উচ্চতার এক রোবট। দেহের ব্লাড সহ অন্যান্য স্যাম্পেল কালেক্ট করে, ল্যাবে সেই নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে দেবে এই রোবোটিক নার্স নিজেই। পূর্ব ভারতে প্রথম এই পরিষেবা চালু হচ্ছে।
উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায় রীতিমত তাক লাগিয়েছে এই পরিষেবা। একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে এই পরিষেবা চালু করা হচ্ছে। শনিবার নতুন এই হাসপাতালের উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। পূর্ব ভারতের মধ্যে নয়া এই পরিষেবা মধ্যমগ্রামে চালু হওয়ায় খুশি মন্ত্রীও। যদিও এই পরিষেবা এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকবে বলেই জানা গিয়েছে। সম্পূর্ণ পরিষেবা পেতে আরও কিছুটা সময় লাগবে বলে হাসপাতাল সূত্রে খবর।
নতুন এই রোবটিক নার্স আর কী করবে? রোগীর কাছে গিয়ে রোগীর স্বাস্থ্য সংক্রান্ত খোঁজ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া, চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া, রক্তের নমুনা সংগ্রহ করার মত কাজ করতেও সক্ষম হবে বলে জানা গিয়েছে।
হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, বেসরকারি একটি সংস্থার সহযোগিতায় তৈরি নতুন এই রোবটটিকে দিয়ে প্রাথমিক ট্রায়াল রান করানো হচ্ছে। সেক্ষেত্রে সফলতাও এসেছে। লাইভ টেস্টিং চলবে। তারপর চলতি বছরেই এই রোবটের পরিষেবা চালু হয়ে যাবে। এই বিষয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, বেসরকারি সংস্থাদের অনুমোদন দেওয়া হচ্ছে এমন রোবটের জন্য।
জানা গিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি এইসব বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ যেন সমস্ত স্তরের রোগীদের সমান পরিষেবা দেয় সেদিকেও লক্ষ্য রাখা হবে। জেলায় এই পরিষেবা চালু হওয়ায় খুশি বহু মানুষ।