24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:54 am
নিজস্ব প্রতিনিধি: সরস্বতী (SARASWATI) পুজোর উৎসবের আবহেই দেখা গেল বিষাদের ছবি। শিল্পীরা নিজেদের হাতেই ভেঙে দিলেন তাঁদের নিজেদের তৈরি সরস্বতী প্রতিমা। রাগ-দুঃখ-হতাশায় নির্মম পথ বেছে নিয়েছেন তাঁরা। পূর্ব মেদিনীপুরের ঘটনা।
হলদিয়া টাউনশিপে দেখা গেল মর্মান্তিক এই ছবি। কারণ? বিক্রি হয়নি তাঁদের প্রতিমা। তাই পুজোর দিনেই এই ‘নৃশংস’ কাজ করলেন তাঁরা। মানসিক ভাবে তাঁরা বিপর্যস্ত। আর এই ঘটনাকেই কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। এ এক নির্মম দৃশ্য। এলাকার মানুষের মধ্যেও দেখা গিয়েছে বিষাদের ছায়া।
তবে এলাকার বেশ কয়েকজন প্রতিমা শিল্পীর বক্তব্য, ওই শিল্পীরা কষ্ট পেয়েছেন ঠিকই। তবে সৃষ্টিকে ধ্বংস করা কাম্য নয়। তাঁরা বলেছেন, অনেক সময়ই বিক্রি হয় না, তাই বলে প্রতিমা ভেঙে ফেলা ঠিক নয়।
যারা এই কাজ করেছেন তাঁরা এতটাই হতাশাগ্রস্ত ও অভাবী যে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তাঁদের ঘনিষ্ঠদের বক্তব্য, কতটা অসহায় হলে আর কী যন্ত্রণা সহ্য করতে হলে নিজের সৃষ্টিকে এভাবে ধ্বংস করতে পারেন কেউ। স্থানীয়দের পক্ষ থেকে বলা হয়েছে, এই কাজ অনুচিত ঠিকই, তবে অভাবী শিল্পীদের ভুল শুধরে দিয়ে তাঁদের পাশে দাঁড়ানো উচিৎ। দাবি উঠছে, আর্থিক সাহায্যের।