27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:39 am
নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে তৃণমূলের (TMC) তরফে ‘দিদির দূত’রা (Didir Dut) গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ছেন, সেখানে একেবারে উল্টো ছবি দেখা গেল পশ্চিম বর্ধমানের আসানসোলে। শনিবার আসানসোল লোকসভা কেন্দ্রের একাধিক অঞ্চলে ‘দিদির দূত’ হিসাবে বাড়ি বাড়ি যান তৃণমূল সাংসদ অভিনেতা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। সেই কর্মসূচিতে এদিন তারকা সাংসদকে কাছে পেয়ে মানুষের ঢল নামে।
শনিবার দিদির সুরক্ষা কবচ এবং দিদির দূত প্রকল্পে পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভার পাণ্ডবেশ্বরের জামবাদ এলাকায় যান তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন তিনি। শোনেন অভাব অভিযোগের কথা। বলিউডের সুপারস্টারকে কাছে পেয়ে কিছুটা হকচকিয়ে যান সেখানকার মানুষ। এলাকার সাংসদের সঙ্গে কথা বলে খুশি তাঁরা। এদিন আসানসোলের সাংসদ তথা বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার সঙ্গে ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিন সাংসদ শত্রুঘ্ন সিনহা প্রথমে জামবাদ এলাকায় একটি জনসভা করেন। সেখানে দিদির দূত এবং দিদির সুরক্ষা কবচ প্রকল্প নিয়ে বক্তব্য রাখেন। সভার পর স্থানীয় বিধায়ককে সঙ্গে নিয়ে জামবাদ এলাকার বিভিন্ন মানুষের বাড়িতেপৌঁছে যান।
উল্লেখ্য গত ২ জানুয়ারি কলকাতা থেকে ‘দিদির সুরক্ষা কবচ’ এবং ‘দিদির দূত’ প্রকল্পের ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পগুলির মাধ্যমে মূলত রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষ কী কী সুবিধা পাচ্ছেন, কী পাচ্ছেন না তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপন করা।