এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বিধায়কদেরও এবার পঞ্চায়েতে প্রার্থী করতে পারে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে আগামী ৬ মাসের মধ্যেই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election) অনুষ্ঠিত হতে চলেছে। সেই নির্বাচন ঘিরে এখন থেকেই জোর তৎপরতা শুরু হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) অন্দরে। কে কোথায় প্রার্থী হতে পারেন তার অনেকটাই দলের শীর্ষ নেতৃত্বের তরফে ঠিক করে নেওয়া হয়ে গিয়েছে বলেই তৃণমূল সূত্রে জানা গিয়েছে। অনান্য বার দলের জেলা ও ব্লক নেতৃত্বের হাতেই থাকে পঞ্চায়েত নির্বাচনে দলের প্রার্থী তালিকা তৈরি করার দায়িত্ব। কিন্তু এই বছর ব্যতিক্রমী ভাবেই তাঁদের হাত থেকে সেই দায়িত্ব কেড়ে নেওয়া হয়েছে। পরিবর্তে দলের কেন্দ্রীয় কমিটির হাতেই সেই প্রার্থী তালিকা চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে এবারে খুব কম করেও ৩০জন বিধায়ককে(MLA) দল বেশ কিছু জেলায় জেলা পরিষদের আসনে প্রার্থী করতে পারে।

আরও পড়ুন ডিসেম্বর থেকেই পে-স্লিপ বাধ্যতামূলক বঙ্গে, সিদ্ধান্ত রাজ্যের

২০২৩ সালে বাংলার বুকে যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে তাকে কার্যত পাখির চোখ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কেননা ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচনই শেষ বড় নির্বাচন যেখানে গ্রাম বাংলার মানুষের মতামতের প্রতিফলন ঘটতে চলেছে। একই সঙ্গে ওই নির্বাচনের প্রাক্কালে গ্রাম বাংলার(Rural Bengal) বুকে তৃণমূলের দাপট প্রতিষ্ঠা করার এটাই মক্ষোম সময়। তাই শাসক দলের তরফে এবার পঞ্চায়েত নির্বাচনকে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। কোথাও যাতে প্রার্থী নিয়ে কোনও বড় বিক্ষোভ মাথাচাড়া না দেয় সেইদিকে যেমন বিশেষ ভাবে লক্ষ্য রাখা হচ্ছে তেমনি যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষদের প্রার্থী হিসাবে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রায় অর্ধেক আসনে মহিলাদের প্রার্থী করার বিষয়ে জোর দেওয়া হচ্ছে শাসক দলের তরফে। তুলে ধরা হচ্ছে শিক্ষিত ও তরুণ প্রজন্মের মুখগুলিকেও। সেই কারণেই আগের নির্বাচনে যারে প্রার্থী হয়েছিলেন বা জিতেছিলেন তাঁদের সকলের ‘পারফর্ম্যান্স’ ও ‘ট্র্যাক রেকর্ড’ খতিয়ে দেখা হচ্ছে। সেই রিপোর্ট ঠিকথাক থাকলে তবেই তাঁদের প্রার্থী হিসাবে ফের তুলে ধরা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যথা সেই আসনে নতুন মুখ আনা হবে।

আরও পড়ুন মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন অখিল গিরি

তবে এবারের নির্বাচনে শাসক দলের বেশ কিছু বিধায়ককে জেলা পরিষদের আসনে প্রার্থী করার সিদ্ধান্ত একপ্রকার নিয়ে ফেলা হয়েছে। এখন রাজ্যের ৬-৭টি জেলা পরিষদের(Zilla Parishad) সভাধিপতিরা বিধায়ক হিসাবেও কাজ করছেন। এদের মধ্যে যেমন রয়েছেন উত্তর ২৪ পরগনা জেলার জেলা পরিষদের সভাধিপতি তথা জেলার স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীণা মণ্ডল তেমনি রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তর সিংহ হাজরা। এই তালিকায় আছেন পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধাড়া, বীরভূম জেলার জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী এবং বাঁকুড়া জেলার জেলা পরিষদের সভাধিপতি তথা রায়পুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মুও। এদের প্রায় সবাইকে এবার টিকিট দিতে পারে শাসক দল। এই তালিকাতেই আরও জন ৩০ বিধায়কের নাম এবার দেখা যাবে নানা জেলা পরিষদের প্রার্থী হিসাবে। তবে তাঁদের নির্বাচনের পরে জেলা পরিষদের সভাধিপতি করা হবে নাকি কর্মাধক্ষ্যের পদ দেওয়া হবে তা এখনও নিশ্চিত নয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটের ডিউটিতে পুলিশ কর্মীদের সাম্মানিক চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব

লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলে হাতা- খুন্তির লড়াই, হুঁশিয়ারি মমতার

মালদায় পুলিশি অভিযানে উদ্ধার ২৮ কোটির মাদক, ৩২ লাখ টাকা, গ্রেফতার ১

মহিলাদের অপমান করেছে বিজেপি, সন্দেশখালি নিয়ে সুর চড়ালেন অভিষেক

কনে যাত্রী নিয়ে যাওয়ার পথে শিলিগুড়িতে গাড়ি উল্টে মৃত্যু দু’জনের,আহত অন্তত ২৮

বহরমপুরের কিছু বুথে পুনরায় ভোটের দাবি কংগ্রেসের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর